v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 22:23:28    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১০/২২

cri

    ভূমিকম্প ভয়াবহ ক্ষয়ক্ষতির সৃষ্টি করে বলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাকে প্রথম স্থানে রাখা হয়। অনেক দেশ ভূমিকম্পের পূর্বাভাষের প্রযুক্তিকে অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হিসেবে মনে করে। চীনও তাই। জানা গেছে, বহু বছরের প্রচেষ্টার পর এখন চীন বিশ্বের ভূমিকম্প ভূর্বাভাষ ক্ষেত্রে প্রথম সারিতে চলে এসেছে। কিন্তু এ ক্ষেত্রে চীন কী কী উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছে? ২২ অক্টোবর বিজ্ঞান বিচিত্রা আসরটি শুনলেই সে সম্পর্কে আরো বিস্তাবরিত তথ্য জানতে পারবেন।

    ৪৪ বছর বয়স্ক জেট লি হচ্ছে বিশ্ব বিখ্যাত অ্যাকশন ফিল্ম তারকা। ১৯৮২ সালে লি লিয়ান জেই তাঁর প্রথম অ্যাকশন ফিল্ম "শাও লিন মন্দির" এর প্রধানে চরিত্রে অভিনয় করেছেন। এ পর্যন্ত তিনি মোট ৩৩টি অ্যাকশন ফিলমে অভিনয় করেছেন। ছোট বেলা থেকেই লি লিয়ান জেইকে উসু মাস্টার বলা হতো। একজন উসু খেলোয়াড় হিসেবে তিনি বহু উসু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এবং চল্লিশটিরও বেশি দেশ সফর করেছেন। ২৩ অক্টোবর সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং চলচ্চিত্র তারকা লি লিয়ান জেই এর সেই কাহিনীই পড়ে শোনাবেন।

    "হুয়া এর" উত্তর-পশ্চিম চীনের কানসু, নিংসিয়া, ছিংহাই ও সিনচিয়াংসহ বিভিন্ন প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত। ছিংহাই প্রদেশে 'সু পিং'কে স্থানীয় লোক সংগীতের রাণী বলা হয়। তাঁর গান গাওয়ার বৈশিষ্ট্য উদার ও উত্সাহব্যঞ্জক। তিনি বলেন, ছিংহাই প্রদেশ হচ্ছে হুয়া এর লোক সংগীতের জন্মস্থান। ওখানে প্রতি বছর বেশ কয়েকবার 'হুয়া এর' লোক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। 'হুয়া এর' লোক সংগীতানুষ্ঠান সাধারণতঃ সারা রাত ধরে পরিবেশিত হয়। এতে গ্রামবাসীরা খুব আনন্দচিত্তে এ অনুষ্ঠান উপভোগ করেন। বন্ধুরা, এ অনুষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যাত্রা শিল্পেরও কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। ২৩ অক্টোবর ওরা অনন্য আসরে 'হুয়া এর' লোক সংগীতের গায়িকা সু পিং সম্পর্কে আপনাদের বলবেন থান ইয়াও খাং।

    সিনচিয়াং হচ্ছে চীনের সংখ্যালঘু ওইগুর জাতি অধ্যুষিত অঞ্চল। সিনচিয়াংয়ের দক্ষিণাঞ্চলে অবস্থিত খাশের জাতীয় রীতিনীতি ও ইসলামী বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানকার ওইগুর জাতির লোকসংখ্যা মোট জনসংখ্যার ৯০ শতাংশ। তাই সবাই বলে যে, খাশে না গেলে সিনচিয়াংয়ে যাওয়া পূর্ণতা পায় না। খাশের ওইগুর জাতির অধিকাংশ লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। এ শহরের সর্বত্রই ইসলাম ধর্মের আমেজ বিরাজ করে। শরহটিতে ছোট বড় প্রায় ১০ হাজার মসজিদ রয়েছে। হেটগাহ মসজিদ হচ্ছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মসজিদ। ২৪ অক্টোবর সমাজ দর্পন আসরে শি চিং উ খাশের মুসলমানদের জীবন সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে অসংগতি দিন দিন স্পষ্ট হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য চীন জ্বালানী সম্পদ সাশ্রয় ও দুষিত জিনিস নিঃসরণ কমানোর জন্য মাঝারী মেয়াদী লক্ষ্যমাত্রা প্রণয়ন করেছে। যাতে আর্থ-সামাজিক টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা যায়। চীনের অর্থনীতি উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে চীনের বৃহত্ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে সরকারের আহ্বানে সাড়া দিয়েছে এবং জ্বালানি সম্পদ সাশ্রয় ও দুষিত জিনিস নিঃসরণ কমানোর পদক্ষেপ দ্রুততর করেছে। ২৫ অক্টোবর অর্থনীতির অগ্রযাত্রা আসরে এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেয়া হবে।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)