v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 20:10:58    
কেনিয়ার একজন মেয়ের চীনা ভাষা শেখার গল্প

cri

    বর্তমানে কেনিয়ায় চীনা ভাষা শেখার লোক বেশি। তারা চীনা ভাষা শিখতে খুব আগ্রহী। কেনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতায় গ্র্যাডিস মুনয়োরি শিরোপা অর্জন করেছেন।

    কেনিয়ায় চীনের রাষ্ট্রদূত চাং মিং ঘোষণা করেছেন, 

    শিরোপা হচ্ছে গ্র্যাডিস মুনয়োরি'র।

    গ্র্যাডিস হচ্ছেন কেনিয়ার ইগার্টন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর চীনা নাম হলো সিয়াও সিন। সে চীনা ভাষা শেখার সময় শুধু চার মাস।

    আমি মাত্র চার মাস চীনা ভাষা শিখছি। চীনা ভাষা আমার নির্বাচিত কোর্স।

    সম্প্রতি সে কেনিয়ায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা বিষয়ক ষষ্ঠ চীনা ভাষার সেতু নামক প্রতিযোগিতায় যোগ দিয়েছে এবং শিরোপা অর্জন করেছে। চলতি বছরের আগস্ট সে চীনে গিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

    এখন আপনারা কেনিয়ার এই মেয়ের চীনা ভাষা সংক্রান্ত গল্পটি শুনবেন।

    সুন্দর ও আনন্দময় পরিবেশে গ্র্যাডিস তার ৪০জনেরও বেশি সহপাঠীর সঙ্গে চার মাস ধরে চীনা ভাষা কোর্স গ্রহণ করেছে। যদিও গ্র্যাডিস বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে। তবুও এটি তার লেখাপড়ার জীবনে তেমন কিছু পরিবর্তন করে নি। প্রতিদিন সে সকালে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সঙ্গে অনুশীলন করে।

    সিয়াও সিন , তুমি জানো, চীনের বৃহত্তম প্রদেশ কোনটা?

    চীনের বৃহত্তম প্রদেশ হচ্ছে সিনচিয়াং।

    সিয়াও সিন, তুমি চীনের পেইচিং শহরে যাবে না কি?

    জী, আমি যাবো।

    বর্তমানে গ্র্যাডিস একজন আনন্দিত ও আত্মবিশ্বাসী মেয়ে। কিন্তু আগে সে এমন ছিল না। তার শিক্ষক ওয়াং ইউন বলেছেন,

    আগে গ্র্যাডিস মিশুক ছিল না। ক্লাসে শুধু দশ মিনিট থেকেই চলে যেত। প্রথম শিক্ষামেয়াদ শেষেই তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সে আমাকে বলেছে, শিক্ষক , আমি বাড়ি ফিরে যাবো না। আমি স্কুলে থাকবো। আপনার কাছ থেকে চীনা ভাষা শিখতে চাই। সেদিন আমি তাকে বলেছি, আজকে আমি কেনিয়ায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা বিষয়ক ষষ্ঠ চীনা ভাষার সেতু নামক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাই করবো। অবশেষে সে ভালভাবে নিজেকে তুলে ধরেছে।এখন সে খুবই আত্নবিশ্বাসী।

    গ্র্যাডিস চীনা ভাষা শেখার মাধ্যমে তাঁর জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে মনে করে। সে বলেছে, 

    চীনা ভাষা শেখা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। আমি অনেক চীনা বন্ধুদের সঙ্গে সংলাপের মাধ্যমে চীন সম্পর্কিত জ্ঞান আরো বেশি শিখেছি। আগে আমি শুধু চীনে তৈরি কাপড় এবং কুংফু জানতাম।

    গ্র্যাডিস বলেছেন, চীনের প্রাচীন স্থাপত্য, চীনের কাপড় ও চীনের সুস্বাদ্যু খাবার আমাকে আকর্ষণ করেছে। তবে সে চীনের সংগীত সবচেয়ে বেশি পছন্দ করে। সে চীনের লোক সংগীত---খাং তিং ছিং কো ভালোভাবে গাইতে পারে। 

    আগস্ট মাসে অনুষ্ঠিতব্য চীনা ভাষার সেতুর ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বর্তমানে গ্র্যাডিস শিক্ষক ওয়াং ইউনের সাহায্যে প্রস্তুতি নিচ্ছে। এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া ছাড়াও তার আরো উচ্চ লক্ষ্য রয়েছে।(৮)

    চীনা ভাষা শেখার শুরু থেকেই আমার একটি লক্ষ্য ছিল। আমার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে জাতিসংঘে চীনা ভাষার অনুবাদক হিসেবে কাজ করা।

    আচ্ছা, শ্রোতাবন্ধুরা, আজকের "বিজ্ঞান বিচিত্রা" এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, বিজ্ঞান ও জীবন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকেন।