বর্তমানে বিশ্বে চীনের আকুপাংচার চিকিত্সা পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে এবং চিকিত্সা ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ।
সম্প্রতি পেইচিংয়ে বিশ্ব আকুপাংচার ফেডারেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান ও বিশ্ব আকুপাংচার সেমিনার অনুষ্ঠিত হয় । জানা গেছে , বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চলের চিকিত্সায় আকুপাংচার পদ্ধতি ব্যবহৃত হচ্ছে । বেশ কিছু দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ আকুপাংচারকে যার যার দেশের স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছে । সে সব দেশে চীনের ঐতিহ্যবাহী ওষুধ ও আকুপাংচারকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশিক্ষণ কোর্স হিসেবেও নির্ধারণ করা হয়েছে ।
চীনের স্বাস্থ্যমন্ত্রী ছেন চু বলেন , ঐতিহ্যবাহী চিকিত্সা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আকুপাংচার অন্যান্য আধুনিক চিকিত্সা পদ্ধতির মতো মানব জাতির স্বাস্থ্য ঠিক রাখার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে । (থান ইয়াও খাং)
|