শ্রীলংকার উত্তরাঞ্চলের অনুরাধাপুরার একটি বিমান ঘাঁটি ২২ অক্টোবর সরকার বিরোধী সশস্ত্র তামিল বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে। এতে বিমান বাহিনীর দু'টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে শ্রীলংকার সামরিক পক্ষ জানিয়েছে ।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এদিন ভোর তিনটার সময়ে তামিল টাইগার গেরিলারা কলম্বোর উত্তরাঞ্চলে প্রায় ২০০ বর্গকিলোমিটার আয়তনের অনুরাধাপুরা বিমান ঘাঁটিতে হামলা চালায়। এতে কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।
চলতি বছরের জুন মাসের পর, শ্রীলংকার সরকারী বাহিনীর বিরুদ্ধে তামিল গেরিলাদের এটিই প্রথম বড় আক্রমণ । --ওয়াং হাইমান
|