দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রলালয় ২২ অক্টোবর বলেছে, দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে ২৬ অক্টোবর উত্তর কোরিয়ার কায়েসংয়ে বৈঠক শুরু হবে। এ বৈঠক হবে আগামী মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় দু'দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের প্রস্তুতি হিসেবে।
এদিন দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে ২৬ অক্টোবর কায়েসংয়ে দক্ষিণ ও উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কিত প্রস্তুতি বৈঠকের কথা বলা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কুয়ান সে এবং উত্তর কোরিয়ার জাতীয় শান্তি ও ঐক্য কমিটির সচিব ব্যুরোর উপপরিচালক জন জোং সু এ বৈঠকে উপস্থিত থাকবেন। তাঁরা দুই প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গ ও কর্মসূচীসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন।
দক্ষিণ ও উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ সম্মেলনের মতৈক্য অনুযায়ী, সম্প্রতি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার কাছে প্রস্তাব দিয়েছে যে, ১৪ থেকে ১৬ নভেম্বর সিউলে দু'দেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অভিন্ন ঘোষণা সম্পর্কিত সুনির্দিষ্ট অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হবে।(পান্না)
|