v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-21 18:48:00    
চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস শেষ

cri
    চীনের ক্ষমতাসীন পার্টি- কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস ২১ অক্টোবর পেইচিংয়ে শেষ হয়েছে । ইতোমধ্যে কংগ্রেসের নতুন কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয শৃঙ্খলা পরীক্ষা কমিটি নির্বাচিত হয়েছে । এ ছাড়া ষোড়শ কেন্দ্রীয় কমিটির রিপোর্ট বিষয়ক প্রস্তাব , কেন্দ্রীয় শৃঙ্খলা পরীক্ষা কমিটির কার্যক্রমের রিপোর্ট বিষয়ক প্রস্তাব ও চীনের কমিউনিস্ট পার্টির সংশোধিত গঠনতন্ত্র বিষয়ক প্রস্তাব গৃহীত হয়েছে । কংগ্রেসে অংশগ্রহণকারী সকল প্রতিনিধি বিজ্ঞানভিত্তিক উন্নয়নের ধারণাকে পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন ।

    এ দিন সকাল ন'টায় সপ্তদশ কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান মহা গণ ভবনে অনুষ্ঠিত হয় । হু চি থাও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

    কংগ্রেসে অংশগ্রহণকারী ২২০০ জনেরও বেশি প্রতিনিধি গোপন ব্যালটে সপ্তদশ কেন্দ্রীয় কমিটির ২০৪জন সদস্য ও ১৬৭জন বিকল্প সদস্যকে এবং কেন্দ্রীয় শৃঙ্খলা পরীক্ষা কমিটির ১২৭জন সদস্যকে নির্বাচিত নির্বাচন করেছেন ।

    কংগ্রেসে গৃহীত একটি প্রস্তাবে পার্টির ষোড়শ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হু চিন থাও'এর পেশ করা রিপোর্ট অনুমোদিত হয়েছে ।

    হু চি থাও'র রিপোর্টে সংস্কার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়পর্বে পার্টির মূল নীতি ও প্রধান লক্ষ্য উন্থাপন করা হয়েছে , সংস্কার ও উন্মুক্তকরণ আর সমাজতান্ত্রিক আধুনিকায়নের নির্মাণকাজকে আরো ত্বরান্বিত করা , সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা পূরণ করতে সার্বিক কার্যক্রম প্রণয়ন করা হয়েছে এবং সংস্কার ও উদ্ভাবনের মনোবল নিয়ে পার্টির বিভিন্ন কাজকে আরো গভীরে নিয়ে যাওয়ার স্পষ্ট দাবি রাখা হয়েছে ।

    প্রস্তাবে বলা হয়েছে , রিপোর্টটি এমন রাজনৈতিক ঘোষণা , কার্যক্রম ও মার্কসবাদী কর্মসূচীমূলক দলিল হবে , যার মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমগ্র দেশের বিভিন্ন জাতির জনগণ অবিচলিতভাবে চীনের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথ অনুসরণ করবে এবং নতুন ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে চীনের নিজস্ব চরিত্রের সমাজ গড়ে তোলার কাজকে আরো সম্প্রসারিত করবে । কংগ্রেসে পার্টির ষোড়শ কেন্দ্রীয় কমিটির কাজকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে । কংগ্রেস মনে করে যে , ষোড়শ কংগ্রেস শেষ হবার পর থেকে পার্টির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছে ।

    প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে যে , দৃঢ়ভাবে এক দেশ দুই সমাজ ব্যবস্থা , হংকংবাসীদের মাধ্যমে হংকং পরিচালনা , ম্যাকাওবাসীদের মাধ্যমে ম্যাকাও পরিচালনা এবং ব্যাপক স্বশাসনের মাধ্যমে হংকং ও ম্যাকাওয়ের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করতে হবে এবং দৃঢ়ভাবে স্বাধীন তাইওয়ানের পক্ষের অপশক্তির বিচ্ছিন্নতাবাদী তত্পরতার বিরোধিতা করতে হবে , দেশের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা সুরক্ষা করতে হবে এবং স্বাধীন , স্বতন্ত্র ও শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি মনে চলতে হবে ।

    কংগ্রেসে সর্বসম্মতিক্রমে চীনে সমৃদ্ধশালী , গণতান্ত্রিক , সভ্য ও সুষম সমাজ গড়ে তোলার বিষয়টিকে পার্টির মূল লাইনের একটি সংগ্রামী লক্ষ্য হিসেবে নির্ধারণ করার বিষয়টি গৃহীত হয়েছে ।

    কংগ্রেসে গত কেন্দ্রীয় শৃঙ্খলা পরীক্ষা কমিটির কাজকর্ম সংক্রান্ত রিপোর্টও গৃহীত হয়েছে । কংগ্রেস মনে করে যে , চীনের কমিউনিস্ট পার্টি দুর্নীতি দমনের ব্যাপারে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে ।

    কংগ্রেসের বিভিন্ন আলোচ্য বিষয় শেষ হবার পর হু চিন থাও গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে । তিনি বলেছেন , এবারের কংগ্রেসে বৈজ্ঞানিক উন্নয়নের ধারণাকে আরো কার্যকর করার বিষয়টি দাখিল করা হয়েছে ।

    এবারের কংগ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম উপস্থাপন করা হয়েছে যা চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতন্ত্র গড়ে তোলাসহ পার্টির বিভিন্ন কাজকে সার্বিকভাবে ত্বরান্বিত করবে ।

    চীনের পার্টির কংগ্রেসের প্রতি বেশ কিছু দেশের পার্টি ও সংস্থা যে আভিনন্দন বার্তা ও চিঠি পাঠিয়েছে , তার জন্য হু চিন থাও সর্বান্তকরণে ধন্যবাদ জানিয়েছেন ।