২০০৬ সালের পর চীনের পানি সাশ্রয়ী সমাজ নির্মাণ কাজে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। সারা দেশে পানি ব্যবহারের কার্যকারিতা ও মুনাফা বেড়েছে।
২০০৬ সালে চীনে দশ হাজার ইউয়ান জি ডি পির বিপরীতে পানি ব্যবহারের পরিমাণ ছিল ২৮১ ঘনমিটার। ২০০৫ সালের চেয়ে যা ৭.৬ শতাংশ কম। দশ হাজার ইউয়ান বর্ধিত শিল্প মূল্যের বিপরীতে পানি ব্যবহারের পরিমাণ ছিল ২০০৫ সালের চেয়ে ৭.৭ শতাংশ কমেছে।
জানা গেছে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের পানি সাশ্রয়ী সমাজ নির্মাণের লক্ষ্যমাত্রা ও কর্মসূচী নির্ধারিত হয়েছে। এ সময় চীন পানি সাশ্রয়ী সমাজ নির্মাণ সংক্রান্ত নীতি ও আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, গুরুত্বপূর্ণ অঞ্চল ও ক্ষেত্রে পানি সাশ্রয় কাজে জোর দেবে এবং পানি সাশ্রয়ের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ছাড়াও পানি সাশ্রয়ের পরীক্ষামূলক কাজ জোরদার করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|