চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের কার্যবিবরনী থেকে ধারণা করা হচ্ছে , চীনের কমিউনিষ্ট পার্টি দেশজুড়ে জেলা পর্যায়ে নিয়মিত পার্টির কংগ্রেস অনুষ্ঠান ও প্রতিনিধিদের কার্যমেয়াদ কাঠামো পুনবির্ন্যাস করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে । এটা হল চীনের কমিউনিষ্ট পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেএকটি নতুন অনুশীলণ ।
চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের কার্যবিবরনীতে বলা হয়েছে, পার্টির কংগ্রেসের ব্যবস্থা সম্পূর্ণ করা হবে এবং পার্টির কংগ্রেসের প্রতিনিধিদের কার্যমেয়াদের কাঠামো পুনবির্ন্যাসকরা হবে । কোন কোন জেলা ও জেলা পর্যায়ের শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে পার্টির কংগ্রেসের স্থায়ী কার্যমেয়াদের ব্যবস্থা চালু করা হবে।
সম্প্রতি চীনের কমিউনিষ্ট পার্টির সংগঠনিক বিভাগের উপ মহা পরিচালক ও ইয়াং সন বলেছেন, পার্টির কংগ্রেসের স্থায়ী কার্যমেয়াদ নিধার্রনেপরীক্ষামূলক কাজে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। ১৯৮৮ সাল থেকে এই পরীক্ষামূলক কাজ শুরু হয়। ২০০২ সালে চীনের কমিউনিষ্ট পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসের পর প্রায় ২০টি জেলায় এই পরীক্ষামূলক কাজ চালু হয়েছে। চীনের কমিউনিষ্ট পার্টির সংবিধান অনুযায়ী, পার্টির কংগ্রেস পার্টির সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। কিন্তু সাধারণত পাঁচ বছর পর এক বার করে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় বলে পার্টির কংগ্রেসের স্থায়ী কার্যমেয়াদ কাঠামো অত্যন্ত জরুরি ।
|