চীনের ১০২তম আমদানী ও রপ্তানী পণ্য এই মেলায় সবচেয়ে বেশি কদর চীনা জুতার মেলা দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে চলছে । জানা গেছে, মধ্য এশিয়ার বিভিন্ন দেশে জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে চীনা জুতার ক্রেতা সংখ্যা অনেক বেড়েছে, যা চীনের জুতা শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন এক সুযোগ তৈরি করে দিয়েছে । বিদেশের একই ধরনের জুতার চেয়ে চীনা জুতার বৈচিত্র অনেক বেশি এবং দামও সস্তা । যা মধ্য-এশিয়ার ক্রেতাদের আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে মধ্য-এশিয়ার বাজারে ৯৮ শতাংশ জুতা বিদেশ থেকে আমাদানী করা হয় । এর মধ্যে চীনের উত্পাদিত জুতার পরিমাণ ৮০ শতাংশ ।
চীনের জুতা শিল্প প্রতিষ্ঠানগুলো সরকার ও বাণিজ্য পরিষদের উদ্যোগে মধ্য-এশিয়ার বাজার জরীপ করানোর জন্য সুপারিশ করেছে ।এতে মধ্য-এশিয়ার জাতীয় ঐতিহ্য ও বৈশিষ্ট্য বজায় রেখে জুতা উত্পাদন করা সহজ হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|