২০ অক্টোবর ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেইন এলহাম তেহরানে বলেন, ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি ও জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কমিটির সচিব আলি লারিজানি পদত্যাগ করেছেন ।
এলহাম বলেন, এর আগে লারিজানি অনেক বার তার পদত্যাগের জন্য অনুরোধ করেছেন । প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদ এবার তাঁর অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগপত্র অনুমোদন করেছেন । লারিজানির পদত্যাগের কারণ সম্পর্কে এলহাম কিছু বলেন নি । তিনি শুধু বলেন, লারিজানি অন্য রাজনৈতিক ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে ইচ্ছুক ।
এলহাম আরো বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সায়ীদ জালিলি লারিজানির পদে দায়িত্ব পালন করবেন এবং আগামী সপ্তাহে লারিজানির পরিবর্তে তিনি ই.ইউ.'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি হাভিয়ার সোলানার সঙ্গে বৈঠক করবেন ।
(ছাও ইয়ান হুয়া)
|