দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন ১৯ অক্টোবর সিউলে বলেছেন, কোরীয় উপদ্বীপের শান্তি স্থাপনের কাজ চীনসহ চার পক্ষের গ্রহণ করা উচিত।
রোহ মো হিউন প্রেসিডেন্ট ভবনে বিদেশী সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে একথা বলেছেন। তিনি বলেছেন, চীন সরকার কোরীয় উপদ্বীপের শান্তি স্থাপন ব্যবস্থায় অংশ নেয়ার ইচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করেছে। তাই শান্তি স্থাপন ব্যবস্থায় চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রসহ চার পক্ষেরই অংশ নেয়া উচিত।
তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়া সরকার মনে করে, ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতি খুব সুষ্ঠু। ছ'পক্ষীয় বৈঠকের ১১ সেপ্টেম্বরের অভিন্ন বিবৃতিতে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধান এবং উপদ্বীপের শান্তি স্থাপন ব্যবস্থা এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সংলাপ ব্যবস্থা চালুসহ বিভিন্ন সমস্যা নিয়ে একটি চুক্তির ব্যাপারে মতৈক্য হয়েছে। কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানে উচিত ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোর সংস্কার করা। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা ও বিনিময় এই সমস্যা সমাধানের জন্য অনুকূল।
রোহ মো হিউন মনে করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচিত সম্পাদিত চুক্তি কার্যকরের মাধ্যমে পারস্পরিক আস্থা আরো জোরদার করা। (লিলি)
|