রপ্তানিকৃত পণ্যদ্রব্যের গুণগত মান জোরদারের জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ খেলনা প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ কাজ জোরদার করেছে।
চলতি বছরের আগষ্ট মাস থেকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় গুণগত মানের তত্ত্বাবধান এবং পরিক্ষা ও নিরোধন বিষয়ক জাতীয় ব্যুরোসহ বিভিন্ন দপ্তর রপ্তানিকৃত খেলনার গুণগত মানের সমস্যা নিরসনে ব্যাপকভাবে প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করেছে। সারা দেশে যথাক্রমে ১৪টি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রায় ১৮০০টি খেলনা প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠানের ২৬০০ জনেরও বেশী কর্মী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এই সংখ্যা চীনের খেলনা রপ্তানিকৃত শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রায় দুই শতাংশ।
খবরে জানা গেছে, ভবিষ্যতে চীন সরকার নানা উপায়ে রপ্তানিকৃত শিল্পপ্রতিষ্ঠানগুলোর গুণগত মান রক্ষার জন্য প্রশিক্ষণ কর্মসূচী চালিয়ে যাবে। (লিলি)
|