১৯ অক্টোবর হচ্ছে চীনের বয়োবৃদ্ধদের ঐতিহ্যবাহী উত্সব--ছোংইয়াং উত্সব। চীনের বিভিন্ন স্থানে এদিন নানা ধরণের কর্মসূচীর মাধ্যমে বুড়ো-বুড়িরা হাসিখুশি আর পরষ্পরের ভাব বিনিময়ের মধ্য দিয়ে নিজেদের এ উত্সব কাটাতে পারেন। উল্লেখ্য, চীনা চন্দ্রবর্ষের নবম মাসের নবম দিন এ উত্সবের আয়োজন করা হয়।
পেইচিং শহরে সংশ্লিষ্ট ইউনিটগুলো মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বুড়ো-বুড়িদেরকে অনুষ্টানে আমন্ত্রণ জানিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের অ্যানশান শহরে ৭০ বছর বয়সী বুড়ো-বুড়িরা বিনামূলে বাসে যাতায়াত করতে পারেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশের মেইশান শহরের সরকার বুড়ো-বুড়িদের যত্ন নেয়ার জন্য বয়োবৃদ্ধ নাগরীকদের জন্য নিবাস নির্মাণ করেছে। বুড়ো-বুড়িরা যাদের কোন বেতন নেই আয় নেই, তারা এখানে বসবাস করতে পারেন। এ পর্যন্ত উপযুক্ত শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ সকল বুড়ো-বুড়িদের যত্ন নেয়ার আওতায় আনা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে লোকসংখ্যার বয়োবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চীনের বিভিন্ন শহর বৃদ্ধ-বৃদ্ধাদের সেবা ও যত্ন নেয়ার পরিসেবা উন্নয়নের লক্ষে নানা ধরণের উপায় খুঁজে বের করছে। গ্রামাঞ্চলে বৃদ্ধ-বৃদ্ধাদের যত্ন নেয়ার কেন্দ্র নির্মাণ কাজ দ্রুততরভাবে এগিয়ে চলছে এবং এক দল পেশাদার ও পার্ট-টাইম ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বৃদ্ধবৃদ্ধার কাজের উন্নয়ন সংক্রান্ত চীন সরকারের পরিকল্পনা অনুসারে চীন সরকার, সমাজ এবং পরিবার এতিনটি ক্ষেত্রের সম্পদ ব্যবহার করে ধাপে ধাপে বৃদ্ধবৃদ্ধাদের টেকসই উন্নয়নশীল সামাজিক সুনিশ্চয়তাবিধান ব্যবস্থা নিশ্চিত করবে। (লিলি)
|