ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র পর্তুগালের প্রধানমন্ত্রী জোস সক্রেটস ১৯ অক্টোবর ভোরে লিসবনে জানিয়েছেন, ম্যারাথনের মতো দীর্ঘ আলোচনার মাধ্যমে ই ইউ'র অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে একটি চুক্তি গৃহীত হয়েছে। ফলে ই ইউ'র ছয় বছরের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শেষ হয়েছে।
ই ইউ'র নতুন চুক্তির আরেকটি নাম হলো লিসবন চুক্তি। ই ইউ'র সাংবিধানিক চুক্তির পরিবর্তে এই নতুন চুক্তি কার্যকর হবে। ২০০৫ সালে নেদারল্যান্ডস এবং ফ্রান্সের গণভোটে ই ইউ'র সাংবিধানিক চুক্তি নাকচ করা হয়েছিল। ই ইউ'র বিভিন্ন দেশের শীর্ষনেতারা চলতি বছরের ১৩ ডিসেম্বরে লিসবনে নতুন চুক্তি স্বাক্ষর করবেন। তারপর অনুমোদনের জন্য বিভিন্ন সদস্য দেশের কাছে পাঠানো হবে। নতুন চুক্তিটি ২০০৯ সালের জানুয়ারী থেকে কার্যকর হবে। (লিলি)
|