v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-19 18:15:00    
পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির প্রধান কাজগুলো সম্পন্ন হয়েছে

cri
    ১৯ অক্টোবর পেইচিংয়ের সহকারী মেয়র ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান লিউ চিং মিন বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে । এটা ২০০৮ সালের অলিম্পিক গেমসের সুষ্ঠু আয়োজনের মজবুত ভিত্তি। পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন ।

    আজ থেকে ২০০৮ সালের অলিম্পিক গেমস শুরু হতে মাত্র প্রায় তিন শ' দিন বাকি রয়েছে । গত ছয় বছরে চীন সরকার ও ব্যাপক জনসাধারণের সমর্থনে অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ সুষ্ঠুভাবে চলছে । এ দিন চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান লিউ চিং মিন বলেন , প্রস্তুতির প্রধান প্রধান কাজ সময়মতই সম্পন্ন হয়েছে । অলিম্পিক গেমসের ৩৭টি স্টেডিয়াম মধ্যে ২৭টির নির্মাণ বা পুণর্নিমাণ করা হয়েছে । জাতীয় স্টেডিয়াম ছাড়া বাকী সব স্টেডিয়াম নির্মাণকাজ এ বছরের মধ্যে সম্পন্ন হবে । জাতীয় স্টেডিয়াম নির্মাণ কাজ আগামী বছরের মার্চ মাসে সম্পন্ন হবে । পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । এ দুটি অনুষ্ঠানের প্রস্তুতির কাজ পুরোদমে চলছে । অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের প্রস্তুতির কাজও ঠিকমত চলছে ।

    তিনি আরো বলেন , পেইচিং অলিম্পিক গেমসের টিকিট বুকিং ও বিক্রির কাজও শুরু হয়েছে । বিদেশে টিকিট বিক্রির কাজ অবিলম্বেশুরু হচ্ছে । অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে চলছে । মোট ৬ লাখ ৭০ হাজার লোক স্বেচ্ছাসেবক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । ২০০৮ সালের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজও একই সময় শুরু হয়েছে । প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সুবিধার জন্য বিশেষ সরঞ্জামের ব্যবস্থাও করা হয়েছে ।

    গত ছয় বছরে পেইচিংয়ের পরিবেশ ও যানবাহন ব্যবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে । নাগরিকদের আচার আচরণ আরো ভদ্র হচ্ছে । এসব অলিম্পিক গেমসের জন্য অনুকুল সুযোগের সৃষ্টি করেছে ।

    পরিবেশ আরো উন্নত করার জন্য পেইচিং পৌর সরকার অনেক ব্যবস্থা নিয়েছে । লিউ চিং মিন বলেন , স্টেডিয়াম নির্মানের সময় পরিবেশের ক্ষতি হতে পারে এমন উপকরণ ব্যবহার করা নিষিদ্ধ, অলিম্পিক গেমস চলাকালে শাকসবজি ও ফলমূলে কোনো রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহার করা হবে না । পেইচিংয়ের পাবলিক বাস ও মোটর গাড়ীগুলো পরিবেশ সহায়ক জ্বালানি সম্পদ ব্যবহার করা হয়েছে । ফলে পেইচিংয়ের পরিবেশের লক্ষণীয় উন্নতি হয়েছে । ২০০৬ সালে দুষণমুক্ত বা মোটামুটি মুক্তবায়ুর দিনের সংখ্যা সারা বছরের ৬৬ শতাংশ ছিল । এটা ২০০০ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি । পেইচিং মহানগরে সবুজায়নের হার ৪২ শতাংশ হয়েছে ।

    নিরাপত্তা নিশ্চিত করাও পেইচিং অলিম্পিক গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ । এ সম্পর্কে লিউ চিং মিন বলেন , আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুরোধ অনুযায়ী আমরা নিরাপত্তা নিশ্চিত করার একটি পরিকল্পনা প্রণয়ন করেছি । রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি এবং আকস্মিক ঘটনা মোকাবেলার ব্যবস্থা নিয়েছি । এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ অলিম্পিক গেমসের ইতিহাসের শিক্ষাগুলো পর্যালোচনা করেছে এবং বিশ্বের উন্নত প্রযুক্তি ও সাজসরঞ্জাম বসানো হয়েছে ।

    তিনি আরো বলেন , এ ক্ষেত্রে চীন আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালিয়েছে । যেমন যে সব দেশের বিশ্ব অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতা আছে , আমরা সেসব দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করেছি এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ব্যবস্থা করেছি ।

    লিউ চিং মিন আরো বলেন , অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে বিশ্বে পেইচিংয়ের প্রভাব আরো বাড়বে । এটা পেইচিংয়ের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে । তিনি বলেন , অলিম্পিক গেমসের প্রস্তুতি পেইচিংয়ের উন্নয়ন তরান্বিত করবে । আগামী দশ মাসে আমরা পেইচিংয়ে এক নিজস্ব বৈশিষ্টসম্পন্ন উচ্চমানের অলিম্পিক গেমস আয়োজনের জন্য অব্যাহকভাবে প্রচেষ্টা চালাবো ।