v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-19 15:27:16    
চাওয়া পাওয়া ( ১২ আগষ্ট )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। অনেক শ্রোতাবন্ধু আমাকে লেখা চিঠিতে তাদের পছন্দের গান পাঠিয়েছেন। আমাদের চাওয়া পাওয়াতে আপনাদের পছন্দের গানগুলো শোনাতে পেরে আমি খুব খুশি। আমার মনে হয়, সঙ্গীত মানবজাতির অভিন্ন ভাষা। যদিও বিদেশী ভাষা বুঝিনা, উনি বিদেশী সঙ্গীত ভালোভাবে উপলব্ধি করা যায়। তাই না? তাই চাওয়া পাওয়া অনুষ্ঠান আমার জন্য ঝামেলা নয়, একটি উপভোগ করার প্রত্রিয়া। আপনাদের পছন্দের গানগুলো শোনার সঙ্গে সঙ্গে আমি অনেক দেশী-বিদেশী গানও শুনি। খুব মজা। আচ্ছা, চলুন, একসঙ্গে উপভোগ করা যাক।

    বাংলাদেশের নওগাঁ জেলার গাইহানা গ্রামের মো: ফিরোজ আহমেদ আমাদের অনুষ্ঠানে তাঁর প্রিয় শিল্পী তিশ্মার কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: রঙ্গিলা বন্ধুয়া আমায়"। আমি মনে করি, কয়েক সপ্তাহে আগে আমি এই গানটি শুনিয়েছিলাম। আজ আমরা একসঙ্গে এই গানটি আবার শুনবো।

    বাংলাদেশের পাবনা জেলার লাঙ্গলমোড়া গ্রামের সি আর আই শ্রোতা সংঘের মো: রফিকুল আজিজ বুলু আমাদের অনুষ্ঠানে শিল্পী শাহনাজ রহমাতুল্লাহর কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি আপনার অনুরোধ পূরণ করছি। সবাই মিলে "যে ছিল দৃষ্টির সীশানায়"গানটি শোনা যাক।

    বাংলাদেশের বগুড়া জেলার চকবাহাগুলপুর গ্রামের স্বপ্নের সিঁড়ি বেতার সংঘের ক্রীড়া সম্পাদক মো: এস.এম.এমদাদুল হক ডালিম আমাদের অনুষ্ঠানে "কে অপরাধী"ছবির একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: এযে ভিষম ও পিরিতী আছে চাবী আছে কই। ডলি সায়ন্তনী এই গানটি গেয়েছেন। কিন্তু খুব   দুঃখিত, গানটি আমার হাতে নেই। তাই এখন আমি ডলি সায়ন্তনীর কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "আমার একটাই জীবন একটাই"। আশা করি, সবাই পছন্দ করবেন।

    ভারতের পশ্চিম বঙ্গের দুমকাল জেলার সি আর আই ফ্যান ক্লাবের সেক্রেটারী সিরাজুল ইসলাম আমাদের অনুষ্ঠানে মুহম্মদ রফির কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, একসঙ্গে "না না না পাখিটার বুকে"কথার এবং মুহম্মদ রফির কন্ঠের গানটি শুনি।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)