পাকিস্তানের বন্দর নগর করাচীতে ১৯ অক্টোবর ভোরে দুটি বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১২৪ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে যে, নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের পুশিশ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো স্বদেশে ফিরে আসার পর তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ বিস্ফোরণ ঘটে। বেনজির ভূট্টো নিরাপদে করাচীতে তার নিজের বাসভবনে ফিরে গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুটি বিস্ফোরণের মধ্যে একটি ছিল আত্মঘাতী , আরেকটি ছিল গাড়ি বোমা হামলা। নিতহদের অধিকাংশই পুলিশ ও নিরাপত্তা কর্মী।
বিস্ফোরণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজ এর তীব্র নিন্দা করেছেন। জাতিসংঘের মহাসচিব বান জি মুন এক বিবৃতিতে বিস্ফোরণ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা করেছেন। তিনি আশা করেন, পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল দেশের সংহতি জোরদার করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে। যুক্তরাষ্ট্রও বিস্ফোরণ ঘটনার নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র মনে করে, কোন ওজুহাতেই নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করার কার্যকলাপকে মেনে নেয়া যায় না।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ব্যক্তি বা সংস্থা এবারের বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|