 চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-প্রধান জু জি সিন ১৮ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, চীনের অর্থনীতিতে এখনো অতিরিক্ত চাপ পড়েনি।
চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে জু জি সিন এ কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান চীনের সরবরাহ ও চাহিদার ভারসাম্যের

পরিবর্তন হয়নি। চাহিদার পরিমান সরবরাহের চেয়ে কম হওয়া জনিত কারণে অতিরিক্ত মূল্য বৃদ্ধির সমস্যা এখনো দেখা দেয়নি। পাশা পাশি চীনের অর্থনীতি উন্নয়নের প্রধান পটভূমি অনেক উন্নত হয়েছে। কয়লা, বিদ্যুত, তেল ও পরিবহন ক্ষেত্রেও তেমন সমস্যা দেখা দেয়নি।(ইয়াং ওয়েই মিং)
|