v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-18 20:43:55    
ছাংসিং দ্বীপের অর্থনীতির উন্নয়নে লিয়াওনিং উপকূলীয় অঞ্চলে পুঁজিবিনিয়োগ আকর্ষন করা হয়

cri

বন্ধুরা, ছাংসিং দ্বীপ পূর্ব-উত্তর চীনের লিয়াওনিং প্রদেশে অবস্থিত। এ দু'বছরে ছাংসিং দ্বীপ অধিক থেকে অধিকরত বিদেশী পুঁজিবিনিয়োগ আকর্ষন করে। চীন সরকার পূর্ব-উত্তর শিল্প কেন্দ্র তেজীয়ান ও লিয়াওনিং উপকূলীয় অঞ্চলের অর্থনীতি উন্নয়ন দ্রুতরের নীতিতে ছাংসিং দ্বীপের নির্মাণ দ্রুত উন্নত হচ্ছে এবং চীনের পূর্ব-উত্তরাঞ্চলে পুঁজিবিনিয়োগ আকর্ষণ করে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এ সম্পর্কে কিছু কথা বলবো।

ছাংসিং দ্বীপের স্থল আয়তন প্রায় ২৫০ বর্গ কিলোমিটার। ছাংসিং দ্বীপ হল চীনের পঞ্চম বৃহত্তম দ্বীপ। ছাংসিং দ্বীপ পূর্ব-উত্তর চীনের সংস্কার ও উন্মুক্ততারের জানালা বলে পরিচিত তালিয়ানে অবস্থিত। ছাংসিংয়ের সর্বশেষ্ঠ বন্দর সম্পদ রয়েছে। ২০০৫ সালে লিয়াওনিং প্রদেশ সার্বিকভাবে ছাংসিং দ্বীপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যাতে ছাংসিং দ্বীপ বন্দর শিল্প কেন্দ্র ও তালিয়ান আন্তর্জাতিক নৌ-পরিবহন কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বন্দরে পরিবর্তন করা যায়।

ছাংসিং দ্বীপের লিনহাই শিল্প ক্ষেত্রের একজন দায়িত্ববান কর্মকর্তা বলেছেন, ছাংসিং দ্বীপ ইতিহাসমূলক উন্নয়নের সুযোগ পেয়েছে। তিনি আরো বলেছেন,

(রে ১)

'২০০৩ সালে কেন্দ্রীয় সরকার পূর্ব-উত্তর চীনের পুরনো শিল্প কেন্দ্র তেজীয়ানের সিদ্ধান্ত নিয়েছে। ২০০৫ সালে আরও এক ধাপ পূর্ব-উত্তরাঞ্চলের বৈদেশিক উন্মুক্ত বাড়িয়েছে। লিয়াওনিং প্রদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক লি কেছিয়াং সার্বিকভাবে ছাংসিং দ্বীপের নির্মাণ উন্নয়নের প্রস্তাব করেছেন। পাশাপাশি তাঁর সাহায্যে ৩ বিলিয়ন ইউয়ান রেনমিনপি দিয়ে ছাংসিং দ্বীপের অবকাঠামো নির্মাণ করা হয়। এছাড়াও, চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক ছাংসিং দ্বীপকে ৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপির ঋণ সরবরাহ করেছে। যাতে ছাংসিংয়ের অবকাঠামো নির্মাণের প্রথম পর্যায়ের পুঁজি সরবরাহ করা যায়।'

দু'বছরের আগে ছাংসিং দ্বীপে শুধু ৪০হাজার স্থায়ী নাগরিক থাকে এবং একটি অপরিচিত ছোট দ্বীপ। কিন্তু বৈশিষ্ট্য ভৌগোলিক পরিস্থিতি, সুস্পষ্ট সুবিধা ও সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ ছাংসিং দ্বীপের দ্রুত উন্নয়নের ভিত্তি স্থাপনা করে। শুধু দু'বছরের সময়ে ছাংসিং দ্বীপের নির্মাণ দ্রুত উন্নত হচ্ছে। বর্তমানে ছাংসিং দ্বীপের অভিবাসী, ব্যবসায় আর পুঁজিবিনিয়োগ সংগ্রহ, বন্দর, রেলওয়ে ও সড়কের নির্মাণ স্থিতিশীলভাবে চলছে। এ বছরের শেষ দিকের আগে ছাংসিং দ্বীপে দশক কিলোমিটারের উপকূলীয় সড়র, সড়ক নেট ও কয়েকটি ব্যাপক জাহাজ ঘাটা নির্মিত হবে।

ছাংসিং দ্বীপের প্রধান শিল্প জাহাজ তৈরী, তেল রাসায়নিক শিল্প, ইস্পাত শিল্প পুঁজিবিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের বিখ্যাত্ জাহাজ উত্পাদনকারী শিল্প ছাংসিং দ্বীপে কারখানা নির্মাণ করেছে। চীনের তেল কোম্পানি ছাংসিং দ্বীপে কোটি টন পর্যায়ের একটি তেল শোধনাগার ও ১০লাখ টন পর্যায়ের এথিলেনে(ethylene) উত্পাদনকারী কেন্দ্র নির্মাণ করবে এবং মোট পুঁজিবিনিয়োগ প্রায় ৫০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি। এখন পূর্ব পরিকল্পনা চলছে। এসব ব্যাপক পরিকল্পনা ছাংসিং দ্বীপের জাহাজ উত্পাদন ও তেল রাসায়নিক শিল্পের উন্নয়ন আকর্ষন করবে।

ওয়াং চুন ছাংসিং দ্বীপের একজন নাগরিক। ছাংসিং দ্বীপের এ দু'বছরের দ্রুত উন্নয়ন ও পরিবর্তন সম্পর্কে তিনি বলেছেন,

(রে ২)

'এ দু'বছরে ছাংসিং দ্বীপের পরিবর্তন অনেক। সরকার আমাদের বিদ্যুত্ ও পানি সরবরাহের সমস্যা সমাধান এবং হাইওয়ে নির্মাণ করেছে। আমি শুনেছি, সরকার ছাংসিং দ্বীপে রেলওয়েও নির্মাণ করবে। তখন আমাদের পরিবহন আরো সুবিধাজনক হবে এবং আরো বেশি কোম্পানি ছাংসিং দ্বীপে পুঁজিবিনিয়োগ করবে।'

ছাংসিং দ্বীপ নির্মাণ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। ছাংসিং দ্বীপ উন্নত দেশগুলোর আধুনিক অভিজ্ঞা নিয়েছে। ছাংসিং দ্বীপ সিঙ্গাপুরের শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সহযোগিতা হল আদর্শ। সিঙ্গাপুরের দ্বীপ নির্মাণের ক্ষেত্রের সফল অভিজ্ঞতা নেয়ার জন্য ছাংসিং দ্বীপ শিল্প ক্ষেত্র সিঙ্গাপুরের একটি বিখ্যাত্ কোম্পানি ক্ষেত্রটি নির্মাণের পরিকল্পনা প্রণয়নের আমন্ত্রণ জানিয়েছে। ছাংসিং দ্বীপের শিল্প ক্ষেত্রের একজন দায়িত্ববান কর্মকর্তা ফান হুই বলেছেন,

(রে ৩)

'২০০৬ সালের আগষ্ট মাসে চীন-সিঙ্গাপুর যৌথ কমিটির' তৃতীয় সম্মেলনে চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ছাংসিং দ্বীপ সিঙ্গাপুরের সঙ্গে সকল সহযোগিতা সমর্থনের কথা বলেছেন। ছাংসিং দ্বীপ সিঙ্গাপুরের সঙ্গে প্রধান পরিকল্পনা, পরিচালনা, পুঁজিবিনিয়োগ, পর্যটন, শিক্ষা, প্রশিক্ষণ, তথ্য, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রের সহযোগিতা করে।'

লিয়াওনিং প্রদেশের একজন কর্মকর্তা বলেছেন, ছাংসিং দ্বীপের নির্মাণ উন্নয়ন হল লিয়াওনিং প্রদেশের পুরনো শিল্প কেন্দ্র কেজীয়ান করা ও তালিয়ানে উত্তর-পূর্ব এশিয়া আন্তর্জাতিক নৌ পরিবহন কেন্দ্র নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি লিয়াওনিং ও লিয়াওতং উপদ্বীপের বৈদেশিক উন্মুক্ত ও অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। ব্যাপক উন্নয়ন ও নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা পরিবেশের সুরক্ষা ছাংসিং দ্বীপের অবিরাম উন্নয়নের ওপর গুরুত্ব উপল্বদ্ধি করেছে।

ছাংসিং দ্বীপ লিনকাং শিল্প ক্ষেত্রের কমিউনিস্ট পার্টির উপ সম্পাদক ছেন কুয়াংইন বলেছেন, শিল্প ক্ষেত্রের নেতৃবৃন্দ পুরোপুরি অর্থনীতির উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও জ্বালানী সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব দেখেছেন। নেতৃবৃন্দ সিঙ্গাপুরের পরিবেশ সুরক্ষা ও জ্বালানী সম্পদ ব্যবহারের ক্ষেত্রের আধুনিক অভিজ্ঞতা নেয়ার ক্ষেত্রের ওপর গুরুত্ব দেন। তিনি আরো বলেছেন,

(রে ৪)

'আমরা দেশের অনুরোধ অনুযায়ী পরিবেশ মূল্যায়নের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করবো। পরিবেশ মূল্যায়নের ক্ষেত্রে আমরা চীনের জাতীয় পরিবেশ সুরক্ষা ব্যুরো ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরকে ছাংসিং দ্বীপের পরিবেশ মূল্যায়নের আমন্ত্রণ জানিয়েছি। জাতীয় পরিবেশ সুরক্ষা ব্যুরো আমাদের পরিকল্পনা অনুমোদন করেছে।'

ছাংসিং দ্বীপ নির্মাণের পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত ছাংসিংএ দ্বীপের সকল অবকাঠামো নির্মাণ শেষ হবে, প্রাথমিক সাজসরন্ঞ্জাম উত্পাদন শিল্প বৈশিষ্ট্য হিসেবে বন্দর শিল্প ক্ষেত্রে পরিণত হবে ও পাঁচটি ৫ থেকে ৭ পর্যন্ত টন পর্যায়ের বহুমূখী ঘাটি নির্মিত হবে। তথন ছাংসিং দ্বীপ আরো সুন্দর দৃশ্য দিয়ে সারা বিশকে সংস্কার ও উন্মুক্ত চীনের বৈশিষ্ট্য দেখায় দেবে।