v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-18 19:24:02    
তুরস্কের সংসদে সীমান্ত পার হয়ে কুর্দিস্তান ওয়ার্কর্স পার্টির সশস্ত্র যোদ্ধাদের দমন সংক্রান্ত বিল গৃহীত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া

cri
    ১৭ অক্টোবর তুরস্কের পালামেন্ট সীমান্ত পার হয়ে সামরিক অভিযান চালিয়ে ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান ওয়ার্কার্সপার্টির সশস্ত্র যোদ্ধাদের দমন সংক্রান্ত সরকারের উত্থাপিত একটি বিল গৃহীত হয়েছে। এ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদের প্রতিক্রিয়া হলোঃ

    ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি এদিন তুরস্ককে বাহিনী পাঠিয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দমন না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরাক তুরস্কের সঙ্গে সহযোগিতা করে এবং তারা একটি অভিন্ন চুক্তিতে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছে। যাতে বর্তমান সীমান্ত সংকটের সমাধান করা সম্ভব হয়। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগানেরসঙ্গে টেলিফোনে আলোচনাকালে জোর দিয়ে বলেছেন, ইরাক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সশস্ত্র যোদ্ধাদের তার মুল-ভূভাগ থেকে তুরস্কের লক্ষ্যের উপর হামলা চালানো বন্ধের ব্যবস্থা নেবে। ইরাকের কুর্দিস্তান স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার এদিন এক বিবৃতিতে তুরস্কের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা মনে করে, তুরস্কের এই আচরণ আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করবে।

    মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ এদিন তুরস্ক সরকারকে ইরাকে প্রবেশ করে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সশস্ত্র যোদ্ধাদের দমন না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে, ইরাকে বাহিনী পাঠানো এবং সেখানে নিয়োজিত বাহিনীর সংখ্যা বাড়ানো তুরস্কের স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

    ন্যাটোর মহাসচিব জাপ দ্যা হুপ শেফার তুরস্ককে এ ব্যাপারে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

    তুরস্ক সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, সিরিয়া সীমান্ত পার হয়ে সামরিক অভিযান চালানোর তুরস্কের সিদ্ধান্তকে তারা সমর্থন করবে। তিনি বলেন, এটি হচ্ছে তুরস্কের অধিকার। (লিলি)