চীন ও ইইউ'র ২৪তম মানবাধিকার সংলাপ ১৭ অক্টোবর পেইচিং-এ অনুষ্ঠিত হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের পরিচালক উ হাই লোং মানবাধিকার আইনের পুর্ণাঙ্গ প্রণয়ন, আইন ও বিচারের সংস্কার, শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা এবং সামাজিক নিশ্চয়তাবিধান ব্যবস্থাসহ ৯টি ক্ষেত্রে চীনে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, চীনের অর্থনীতি, সমাজ ও গণতান্ত্রিক আইনের শাসনসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের মানবাধিকার ক্ষেত্রেও অগ্রগতি হবে।
ইইউ'র প্রতিনিধিরা মানবাধিকারের বাস্তবায়ন ও সংরক্ষণ ক্ষেত্রে চীন সরকারের চেষ্টার ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার ক্ষেত্রে চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
দু'পক্ষ ফৌজদারী আইনের বিচার ব্যবস্থার সংস্কার, বাক স্বাধীনতা ও ধর্ম বিশ্বাসের স্বাধীনতা, শ্রম অধিকার, জাতিবিদ্বেষ এবং আন্তর্জাতিক মানবাধিকার ক্ষেত্রে মধ্য ইউরোপের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে গঠনমূলকভাবে পর্যালোচনা করেছে। (খোং চিয়া চিয়া)
|