v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-17 21:45:03    
বিশেষ অলিম্পিক গেমসের খেলোয়াড়দের চীনের অভিজ্ঞতা

cri

    শরত্কালে সাংহাইয়ের আবহাওয়া খুব আরামদায়ক । সাংহাইয়ের ফুতুং ডিস্ট্রিকটের সিয়াং সে লি আবাসিক এলাকায় থাকা চাং সু হুই'র পরিবারের জন্য আজ বিশেষ দিন । কারণ ২০০৭ সালের বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য কয়েক জন সাংহাইয়ে আসা মার্কিন ক্রীড়াবিদ আজ অতিথি হয়ে চাং সু হুই'র বাসায় যাবেন ।

    বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস ২০০৭ ২ থেকে ১১ অক্টোবর চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয়ে গেলো । প্রতিযোগিতা ছাড়াও খেলোয়াড়দের সাংহাইয়ের সাধারণ নাগরিকদের বাসায় যাওয়ার অনুমতি ছিল । এটাও সাংহাই বিশেষ অলিম্পিক গেমস কমিশন পরিচালিত এক বিশেষ কর্মসূচী। যাতে গেমসের খেলোয়াড়রা স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন , পাশা পাশি নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন । সাংহাইয়ের অনেক সাধারণ  পরিবার এই বিশেষ দায়িত্ব পালন করেছে । চাং সু হুই'র পরিবার তাদের মধ্যে অন্যতম ।

    হ্যালো , হ্যালো……, যখন মার্কিন প্রতিনিধি দলের খেলোয়াড় টেড শাস্টার চাং সু হুই'র বাসায় ঢোকেন , ৬৭ বছর বয়সী চাং সু হুই আনন্দের সঙ্গে ইংরেজী ভাষায় তাকে স্বাগত জানাল । চাং সু হুই বলেন:

     আজ আমার বাসায় অনেক বিশেষ অতিথি এসেছেন । তারা দূরদূরান্তের যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। এর জন্য আমি খুব খুশি এবং আমার পরিবার এর জন্য অনেক প্রস্তুতি নিয়েছে । এভাবে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় , যা একটি অনন্য ব্যাপার । অতিথিদেরকে নিজের বাড়ির মত অনুভূতি দেয়ার জন্য চাং সু হুই-এর নেতৃত্বে একটি কোরাস গান গেয়ে শোনান :

    গানের কথা হলো :খোঁজো , খোঁজো , খুঁজতে খুঁজতে একটি ভালো বন্ধু পেয়েছি । অভিবাদন তোমাদেরকে , হাসিমুখে তা গ্রহণ করো , আমরা সবাই ভালো বন্ধু ।

    গানটি সবার মধ্যের দূরত্ব কমিয়ে দিয়েছে । যখন সংবাদদাতা খেলোয়াড়দের জিজ্ঞেস করলেন তাদের এ গান পছন্দ কিনা , এ পরিবারকে পছন্দ কিনা , টেড চটপট বললেন :

    হ্যাঁ , সুন্দর এ গানটিকে আমার খুব ভালো লেগেছে । এ পরিবারের সবাই খুব লাভলি । আমি তাদেরকে খুব পছন্দ করেছি । চমত্কার ।

    গান গাওয়া ছাড়া , চাং সু হুই অতিথিদের সঙ্গে ডাম্বলিং তৈরি করেছেন । চাং সু হুই বলেন :

    ডাম্বলিং চীনের বিশিষ্ট খাবার । একটু পরে আমরা একসঙ্গে ডাম্বলিং তৈরি করবো। তাদেরকে খাওয়াবো । আমাদের বাসায় আজ এত বেশি অতিথি এসেছে , এমন সুযোগ খুব একটা হয় না । খেলোয়াড়দের আমার বাসায় আসা আমাদের জন্য গৌরবেরও ব্যাপার।

    মার্কিন বিশেষ অলিম্পিক গেমসের খেলোয়াড়রা মন দিয়ে ডাম্বলিং তৈরির পদ্ধতি শিখছে । সবাই আনন্দঘন পরিবেশে গল্প গুজব করছে এবং ডাম্বলিং তৈরি করছে । খেলোয়াড় পাউল টেরি বলেন , ডাম্বলিং তৈরি করা খুব মজার ব্যাপার । যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তিনি পরিবারের সবাইকে ডাম্বলিং তৈরি করে খাওয়াবেন । দুপুরে নিজের তৈরি করা ডাম্বলিং খেয়ে মার্কিন খেলোয়াড়রা দারুণ খুশি ।

    চাং সু হুই'র নাতি লো চিয়া লিয়াং বিশেষ অতিথিদের জন্যও জাদু দেখিয়েছে এবং তাদের সঙ্গে ভিডিও গেম খেলেছে । লো চিয়া লিয়াং বলে :

    আজ আমি তাদেরকে দু'টি জাদু দেখিয়েছি এবং তাদের সঙ্গে খেলেছি । তারা কেউ কেউ খুব ভালো ভিডিও গেম খেলেছে , কেউ কেউ ততটা ভালো নয় । তবে আমরা সবাই খুব আনন্দ করেছি । আমার মনে হয় , তারা মানসিক প্রতিবন্ধী । তাদের বাবা মা নিশ্চয় তাদের জন্য উত্কন্ঠিত । চীনে আসলে আমাদের উচিত তাদেরকে আমাদের ভালোবাসা দেওয়া । তাদের বাবা মা নিশ্চয় এতে খুশি হবেন ।

    চাং সু হুই বলেন , নিজের বাড়িতে এসব ছোট অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হল , এক দিকে তাদেরকে চীনাদের জীবন উপলব্ধি করানো , অন্য দিকে তাদের জন্য নিজের বাড়ির মত পরিবেশ তৈরি করা । মার্কিন প্রতিনিধি দলের কোচ ডাইমন্ড গ্রীন এতে খুব মুগ্ধ হয়েছেন। তিনি বলেন     সবাই খুব বন্ধুত্বপূর্ণ , ভদ্র এবং অতিথিপরায়ন । আমার এখানে এসে খুব ভালো লেগেছে । পাশা পাশি আমাদের খেলোয়াড়রাও খুব আনন্দিত । তারা এখানে নতুন বন্ধু পেতে পারেন এবং ভিন্ন সংস্কৃতি শিখতে পারেন ।

    সাংহাই বিশেষ অলিম্পিক গেমস কমিশনের এমন আয়োজনে বিভিন্ন দেশের খেলোয়াড় ও স্থানীয় মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে , অনুভূতির আদান প্রদান ও আনন্দ ভাগাভাগি করতে সাহায্য করেছে ।