|
 |
(GMT+08:00)
2007-10-17 20:45:10
|
 |
চীন সক্রিয় ও স্থিতিশীলভাবে রাজনৈতিক কাঠামোর সংস্কারকরবে
cri
সক্রিয় ও স্থিতিশীলভাবে রাজনৈতিক কাঠামোর সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া ও সমাজতান্ত্রিক গণতন্ত্রেররাজনীতিকে বিকশিত করা সব সময় চীনের সংস্কার ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। ১৭ অক্টোবর পেইচংএ চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ চীনের কমিউনিষ্ট পাটির সাংগঠনিক বিভাগের উপ মহা পরিচালক ও ইয়াং সুন এ কথা বলেছেন। তিনি বলেছেন, চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের পর রাজনৈতিক কাঠামোর সংস্কারে লক্ষ্যণীয় অগ্রগতিহয়েছে। যেমন গণ কংগ্রেসের ব্যবস্থা সম্পূর্ণ করে গণ প্রতিনিধির প্রত্যক্ষ নির্বাচন জেলা পর্যায়ে সম্প্রসারিত করা; দেশের নেতৃস্থানীয় ব্যবস্থা পুর্নরুদ্ধার ও সর্ম্পূণ করে নেতৃত্বেরপদে আজীবন বহাল থাকার নিয়ম বাতিল করা ; প্রাথমিক স্তরের গণতন্ত্র দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে গিয়ে প্রশাসনিক ব্যবস্থামূলককাঠামো ও সংগঠনের সংস্কারের সাধন করা; বিচার কাঠামোর সংস্কারে মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সমাজতন্ত্রের সমতা ও ন্যায় পরায়নতা নিশ্চিত করে ক্ষমতার সীমাবদ্ধতা ও পযর্বেক্ষণ জোরদার করা। (চিয়াং )
|
|
|