বিশ্বের কয়েকটি দেশ পণ্যের গুণগত মানের অজুহাতে যে বাণিজ্যিক সংরক্ষণবাদ বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে , চীন দৃঢ়ভাবে তার বিরোধীতা করে । তা যেমন চীনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে , তেমনি সে সব দেশের জন্যও তা অনুকূল হবে না । ১৭ অক্টোবর পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পণ্যের গুণগত মান পরীক্ষা ও কোয়ারেন্টাইন ব্যুরোর মহাপরিচালক লি ছাং চিয়াং এ কথা বলেছেন ।
তিনি বলেন , বিশ্বের বিভিন্ন দেশ পণ্যের গুণগত মান সমস্যার সম্মুখীন হচ্ছে । যৌথ ও নিরলস প্রচেষ্টা চালালেই কেবল এ সমস্যার সমাধান করা যাবে । তিনি বলেন , যে সব দেশ পণ্য রফতানি করছে , সে সব দেশের পণ্যের সমস্যাও দেখা দিয়েছে । চীন সাধারনতঃ বাণিজ্যিক উপায়ে তা সমাধান করে থাকে এবং পণ্য ফেরত পাঠানো অথবা ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলাপ- আলোচনা করে থাকে ।
তিনি আরো বলেন , চীন সরকার মানবিহীন পণ্য উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করছে । (থান ইয়াও খাং)
|