মার্কিন সামরিক বাহিনী সূত্র ১৬ অক্টোবর তথ্য মাধ্যমকে জানিয়েছে, এ বছরের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ইরাক থেকে কিছু সৈন্য প্রত্যাহার করবে। ডিয়ালা প্রদেশে মোতায়েন মার্কিন স্থল বাহিনীর প্রথম ঘোড়সওয়ার বাহিনীর তৃতীয় ব্রিগেড ডিসেম্বরে স্বদেশে ফিরে যাবে। ফলে এই ব্রিগেড ইরাক থেকে ফিরে যাওয়া মার্কিন বাহিনীর প্রথম ব্রিগেড হবে।
মার্কিন বাহিনী বলেছে, এই ব্রিগেডের পরিবর্তে যুক্তরাষ্ট্র নতুন সৈন্য মোতায়েন করবে না। বরং পাশের প্রদেশে মোতায়েন অন্য একটি ব্রিগেড ডিয়ালা প্রদেশের দায়িত্ব পালন করবে। ফলে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর ব্রিগেডের সংখ্যা ২০ থেকে কমে ১৯-এ দাঁড়াবে।
আগামী বছরের জুলাই মাসের আগেই ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর ব্রিগেডের সংখ্যা ২০ থেকে কমে ১৫টি হবে এবং অন্যান্য বাহিনী প্রত্যাহার করার লক্ষ্যে, এ বছরের ১৩ সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ইরাক থেকে আংশিক বাহিনী প্রত্যাহার সংক্রান্ত পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। (খোং চিয়া চিয়া)
|