১৭ অক্টোবর হচ্ছে পঞ্চদশ আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াংইউ এদিন পেইচিংয়ে বলেছেন, চীন সরকার দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করবে।
হুই লিয়াংইউ "দারিদ্র্যের উপর দৃষ্টি রাখা এবং কার্যক্রম চালানো" শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে উপযুক্ত কথা বলেছেন। তিনি বলেন, চীনের দারিদ্র্য বিমোচন কাজে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। তা সত্ত্বেও চীন হচ্ছে মাথা পিছু কম আয়ের মানসম্পন্ন একটি উন্নয়নশীল দেশ। অঞ্চল এবং শহরের সঙ্গে গ্রামের উন্নয়নের অসামঞ্জস্যপূর্ণ সমস্যাগুলো নিরসন করতে হবে। দারিদ্র্য বিমোচনের দায়িত্ব খুব দুরূহ। চীন সরকার সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করে অর্থনীতির টেকসই বৃদ্ধির ব্যবস্থা, আরো সমন্বিতভাবে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন কৌশল প্রণয়ন করা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষে কৌশলগত প্রচেষ্টা চালাবে।
"দারিদ্র্যের উপর দৃষ্টি রাখা এবং কার্যক্রম চালানো" শীর্ষক আন্তর্জাতিক সেমিনাটি তিন দিন ধরে চলবে। সেমিনারে অংশগ্রহণকারীরা "দারিদ্র্য ও ক্ষুধা নিরসনের কৌশল এবং তা মোকাবেলার উপায়সহ" ছয়টি আলোচ্যবিষয়ে আলোচনা করবেন। (লিলি)
|