v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-17 18:20:54    
বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব সম্পর্কে ১৭তম কংগ্রেসের প্রতিনিধিদের মতামত

cri
    চীনের ক্ষমতাসীন পার্টি --চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস এখন পেইচিংয়ে অনুষ্ঠানরত । কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও বিজ্ঞানসম্মত উন্নয়ন সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন । তিনি উল্লেখ করেন , চীনের কমিউনিষ্ট পার্টিকে বিজ্ঞানসম্মত উন্নয়নের নীতি কার্যকর করতে হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও সমাজের সার্বিক অগ্রগতি বাস্তবায়ন করতে হবে । যাতে সমগ্র দেশের জনগণ উন্নয়নের সুফল থেকে উপকৃত হতে পারেন । সাধারণ সম্পাদকের এই ব্যাখ্যা কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে । তারা মনে করেন , বিজ্ঞানসম্মত উন্নয়ন নীতির কল্যানে চীনের অর্থনৈতিক উন্নয়নের সুপ্ত শক্তি পূর্ণমাত্রায় সঞ্চারিত হবে । এ নীতি জনসাধারণের জীবনযাত্রার বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবে।

    চীনে সংস্কার নীতি কার্যকরের প্রায় ৩০ বছরে চীনের অর্থনীতি প্রতি বছর গড়পড়তা ৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । চীনের আর্থ-সামাজিক উন্নয়নে নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে । এর পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিছু দ্বন্দ্বওদেখা দিয়েছে । ১৭তম কংগ্রেসের কয়েকজন কিছু প্রতিনিধি সাংবাদিকদের দেয়া সাক্ষাত্কারে বলেছেন , বিজ্ঞানসম্মত উন্নয়ন বাস্তবায়নের জন্য আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সমস্যা ও সৃষ্ট দ্বন্দ্বের নিরসন করা উচিত । বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব উন্নয়ন সম্পর্কে চীনের কমিউনিষ্ট পার্টির নতুন উপলব্ধি প্রতিফলিত হয়েছে ।

সিছুয়ান প্রদেশের মিয়েনইয়ান শহরের প্রতিনিধি থান লি বলেন , অর্থনীতির দ্রুত উন্নয়নের প্রক্রিয়ায় সম্পদের সাশ্রয় ও পরিবেশ সংরক্ষন এক প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে । কাজেই বিজ্ঞানসম্মত উন্নয়নের সবচেয়ে বড় তাত্পর্য হল এ তত্ব চীনের টেকসই উন্নয়নকে মূলত নিশ্চয়তা দিতে পারে ।

    চীনের আর্থ-সামাজিক উন্নয়নের এক উপযুক্ত পর্যায়ে চীনের কমিউনিষ্ট পার্টি বিজ্ঞানসম্মত উন্নয়নের তত্ত্ব পেশ করেছে । এই তত্ত্ব হল সার্বিক সমন্বয় ও টেকসই উন্নয়নের তত্ত্ব, এ তত্ত্বের প্রধান বিষয় হল মানুষের কল্যাণ নিশ্চিত করার ভিত্তিতে উন্নয়নকে তরান্বিত করা ।

    চীনের সামুদ্রিক তেল কোম্পানির মহাব্যবস্থাপক ফু ছেন ইয়ু বলেন , জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে রাষ্ট্রমালিকানার শিল্পপ্রতিষ্ঠানগুলো ভালো ব্যবস্থা নিতে পারলে চীনের অর্থনীতির কাঠামোর পুনর্বিন্যাস ও চীনের টেকসই উন্নয়নের সামর্থ্য বাড়াতে অবদান রাখবে । পরবর্তী পাঁচ বছরে চীনের সামুদ্রিক তেল কোম্পানি এ খাতে অর্থবরাদ্দ আগের চেয়ে অনেক বেশি হবে ।

    সাংসি প্রদেশ হল চীনের প্রধান কয়লা উত্পাদনকারী প্রদেশ । ১৭তম কংগ্রেসের প্রতিনিধি , সাংসি প্রদেদেশের পার্টি কমিটির সম্পাদক মেন সুয়ে নোন বলেন , সাম্প্রতিক বছরগুলোতে সাংসি প্রদেশের উন্নয়ন দ্রুত , তবে পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় নি । তিনি বলেন , পরবর্তীকালে আমরা টেকসই উন্নয়ন ও আবর্তনশীল অর্থনীতির নীতি অনুসারে সাংসি প্রদেশের বাস্তব অবস্থার সমন্বয় করে পরিবেশ সংরক্ষণ , অর্থনীতির উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করার কাজ সুসম্পন্ন করার প্রচেষ্টা চালাবো ।

    বিজ্ঞানসম্মত উন্নয়নের মূল লক্ষ্য হল জনগণের জীবনযাত্রার মান উন্নত করা । সাংবাদিককে দেয়া সাক্ষাত্কারে অনেক প্রতিনিধি বলেন , চীনে বিজ্ঞানসম্মত উন্নয়ন বাস্তবায়নের প্রক্রিয়ায় দেশবাসীরা আরো বেশি সুযোগসুবিধা পাবেন । লিউ ছান ফা দক্ষিণ পশ্চিম চীনের ছুনছিং শহরের উপকন্ঠের একটি সংখ্যালঘু জাতি অধুষিত জেলার প্রতিনিধি। তিনি বলেন , দশ বছর আগে আমার জন্মস্থান দরিদ্রতায় ভরা ও পশ্চাদপদ ছিল । এখন সেখানে বিদ্যুত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবং পাকা রাস্তা ও স্কুল প্রতিষ্ঠিত হয়েছে । এ জন্য গ্রামবাসীরা খুব খুশি। এখন গ্রামাঞ্চলে কৃষকদের জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । গত বছর কৃষকদের ভর্তুকি বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার চার শ' বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । প্রতিনিধিরা মনে করেন , বিজ্ঞানসম্মত উন্নয়নের নীতির আলোকে চীনে শহর ও গ্রামাঞ্চলের ব্যবধান আরো কম হবে ।