মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাটো ১৬ অক্টোবর বলেছেন, যদিও ভারত—মার্কিন বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি কার্যকর করার ক্ষেত্রে ভারতের কিছু সমস্যা রয়েছে, তবুও এই চুক্তিটি এখনো বিহুপ্ত হয় নি।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ এই চুক্তি গ্রহণ করার সময় ভারতের সম্মুখীন সমস্যাগুলোকে বিবেচনা করেছেন এবং মনে করেন, ভারতকে আরো বেশী সময় নিয়ে এ সমস্যার সমাধান করা উচিত।
একই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-সহকারী মন্ত্রী টম ক্যাসি বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও আশা করে, ভারত এই চুক্তি মেনে চলবে এবং যুক্তরাষ্ট্র চুক্তির সংশ্লিষ্ট সমস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। (খোং চিয়া চিয়া)
|