সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার সক্রিয়ভাবে আন্তর্জাতিক বিমোচন সংক্রান্ত প্রশিক্ষণ, যোগাযোগ ও গবেষণার ওপর ৫৮টি দেশের প্রায় ২শ' জন উর্ধতন ও মধ্যম পর্যায়ের দারিদ্র্য বিমোচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন নেতৃগ্রুপের উপ-প্রধান ফান শিওচিয়ান ১৭ অক্টোবর পেইচিং-এ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, চীন হচ্ছে বিশ্বের দারিদ্র্য বিমোচনকারী দেশের অন্যতম। নিজের উন্নয়ন বাস্তবায়ন করার পাশাপাশি চীন অব্যাহতভাবে অন্যান্য উন্নয়নমুখী দেশগুলোকেও যথাসাধ্য সাহায্য করে থাকে। যাতে সকলের অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
জানা গেছে, গত শতাব্দীর ৭০ দশকের শেষ নাগাদ চীনের সংস্কার ও মুক্তদ্বার নীতি চালু করার পর থেকে চীনের দরিদ্রদের সংখ্যা ২৫ কোটি থেকে বর্তমানে ২ কোটিতে নেমে এসেছে। (খোং চিয়া চিয়া)
|