মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইট ১৬ অক্টোবর কায়রোয় জোর দিয়ে বলেছেন, নভেম্বর মাসে অনুষ্ঠেয় মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়ার সময়সূচী নিশ্চিত করা উচিত।
এ দিন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইসের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, শান্তি প্রক্রিয়ার সময়সূচী নিশ্চিত করার লক্ষ্যে ফিলিস্তিন ও ইসরাইলকে চাপ দিয়ে তাদের সমঝোতায় পৌঁছানোর বিষয়টিকে ত্বরান্বিত করবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা অনির্দিষ্টভাবে চলতে পারে না। মিসর মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি অর্জনে প্রচেষ্টা চালিয়ে যাবে। যাতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা যায়।
সংবাদ সম্মেলনে রাইস ফিলিস্তিন ও ইসরাইলসহ সংশ্লিষ্ট পক্ষকে অবিলম্বে মধ্য-প্রাচ্যের শান্তিপূর্ণ 'রোড ম্যাপ'-অনুযায়ী চলার তাগিদ দিয়েছেন। যাতে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়। (খোং চিয়া চিয়া)
|