১৬ অক্টোবর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের তৃতীয় দফা ভোটে লিবিয়া, বুর্কিনাফাসো, ভিয়েতনাম, ক্রোয়েশিয়া ও কোস্টারিকাকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তাদের সদস্য পদের মেয়াদ ২ বছর।
আফ্রিকান গ্রুপের দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে লিবিয়া ও বুর্কিনাফাসো এবং এশীয় গ্রুপের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েতনাম। প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে প্রথম দফা ভোটের পরই তারা নির্বাচিত হয়।
ক্রোয়েশিয়া ও কোস্টারিকা পূর্ব ইউরোপীয় গ্রুপের একটি আসনে ও ক্যারিবীয় গ্রুপের একটি আসনের জন্য পৃথক পৃথকভাবে চেক প্রজাতন্ত্র ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। দু' দফা ভোটের পর চেক প্রজাতন্ত্র ও ডোমিনিকান প্রজাতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়। ফলে ক্রোয়েশিয়া ও কোস্টারিকার তৃতীয় দফা ভোটে নির্বাচিত হয়। (খোং চিয়া চিয়া)
|