ইন্টারনেটে সংস্কৃতি তথ্য আরো সমৃদ্ধ করে তোলা এবং সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য এ বছর থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের কেন্দ্রীয় সরকার এ খাতে আরো ২.৪ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে , ২০১০ সালে সমগ্র দেশের প্রাথমিক স্তরে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হবে ।
সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত একটি অধিবেশনে চীনের সংস্কৃতি উপমন্ত্রী চৌ হো পিং এ কথা বলেছেন । তিনি বলেছেন , সরকারের বরাদ্দকৃত অর্থ প্রথানতঃ মধ্য ও পশ্চিম চীনের অনুন্নত অঞ্চলের বিভিন্ন জেলা ও গ্রামে সংস্কৃতি তথ্য পরিসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজে ব্যয় করা হবে । যাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা ইন্টারনেট ও গ্রন্থাগারের মাধ্যমে নিজের প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারেন ।
চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ২০০২ সাল থেকে চীনের সাংস্কৃতিক তথ্য সমৃদ্ধ প্রকল্প কার্যকর করতে শুরু করে । পরিকল্পনা অনুসারে সমগ্র দেশের প্রদেশ , জেলা ও গ্রামে তিন পর্যায়ের সাংস্কৃতিক পরিসেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । এ সব কেন্দ্র সাংস্কৃতিক তথ্য , চলচ্চিত্র ও টি ভি অনুষ্ঠান একং প্রযুক্তি ক্ষেত্রে কৃষকদের চাহিদা মেটাতে সক্ষম হবে ।
**উত্তর পশ্চিম চীনের তুনহুয়ান শহরে বিশটি পানি প্রকল্প চালু
পানি সরবরাহ ও পরিবেশ উন্নত করার জন্য এ বছরের সেপ্টেম্বর মাস থেকে ২০১০ সাল পর্যন্ত উত্তর পশ্চিম চীনের কান সু প্রদেশের তুংহুয়াং শহরে মোট ২০টি পরিবেশ সংক্রান্ত প্রকল্পের কাজ সম্পন্ন হবে । এ ২০টি প্রকল্পে মোট ৭০ কোটি ইউয়ান বরাদ্দ করা হবে ।
জানা গেছে , তুংহুয়াং শহর প্রাচীনকালে মধ্য এশিয়া ও ইউরোপের প্রধান পথ—সিল্করোডে অবস্থিত । এ শহরে মোকাও গুহাসহ বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে , শহরের প্রাকৃতিক দৃশ্যও সুন্দর । এ শহর উত্তর পশ্চিম চীনের খরা অঞ্চলে অবস্থিত বলে পানি সরবরাহের সমস্যা এখানে প্রকট । স্থানীয় সরকারের উদ্যোগে ২০টি পানি প্রকল্পের মাধ্যমে ২০১০ সালে প্রতি বছর ৭ কোটি কিউবিক মিটার পানি সংরক্ষণ করা যাবে । এ পরিমান বতর্মানে তুং হুয়ান শহরের ভূগর্ভের পানি সংগ্রহের ৭০ শতাংশ।
**হংকংয়ে বৃটিশ যাদুঘরের ২৭০ মূল্যবান তৈজসপত্র প্রদর্শিত
সম্প্রতি বৃটেনের বৃটিশ যাদুঘরের ২৭০টি মূল্যবান তৈজসপত্র হংকংয়ের শিল্পকলা গ্যালারীতে প্রদর্শিত হয়েছে । এই ২৭০টি প্রাচীন তৈজসপত্রের ইতিহাস ব্যাখ্যা করার জন্য হংকং বৃটিশ যাদুঘরের কিউরেটরগণ আমন্ত্রনক্রমে প্রদর্শনী চলাকালে একাধিক সেমিনারের আয়োজন করেছেন । তারা বৃটেনের ইতিহাস ও এই সব তৈজসপত্র সম্পর্কিত ঐতিহাসিক কাহিনী দশর্কদের জানিয়েছেন ।
হংকং প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উপলক্ষে চীনের রাজপ্রাসাদের প্রাচীন চিত্র ও হস্তলিপি প্রদর্শনীর পর বৃটিশ যাদুঘরের প্রদর্শনী হল হংকংয়ে প্রদর্শিত আরেকটি বড় প্রদশর্নী ।
|