v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-16 19:25:16    
চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম জাতীয় কংগ্রেসের উপর বিভিন্ন তথ্যমাধ্যমের মনোযোগ

cri
    ১৫ অক্টোবর চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম জাতীয় কংগ্রেস শুরু হওয়ার পর দেশী বিদেশী গুরুত্বপূর্ণ তথ্য মাধ্যমগুলো ব্যাপকভাবে এর প্রচার করেছে।

    চীনের অভ্যন্তরীণপ্রধান প্রধান পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠায় জাতীয় কংগ্রেসের উদ্বোধনের বণার্ঢ্যখবর প্রকাশিত হয়। এ সব তথ্য মাধ্যমে বলা হয়, দেশ প্রশাসনে চীনের কমিউনিষ্ট পাটি সার্বিকসাফল্য অর্জন করেছে। চীনের সংস্কার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বলে চীনের উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হবে।

    হংকংএর " ওয়েনওয়ে" পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে , হংকংবাসীরা আশা করেন, এবারের কংগ্রেসে দেশের নীতিপন্থার দিক উন্নয়নের লক্ষ্য আরও স্পষ্টভাবে নির্ধারন করা হবে এবং উন্নয়নের সম্মুখীনদূবল ও ভারসাম্যহীন ক্ষেত্রগুলোযত তাড়াতাড়ি সম্ভব এড়িয়ে কার্যকর করা হবে। যাতে বিজ্ঞানস্মত ও সুষম উন্নয়ন বাস্তবায়িত হয় এবং গোটা দেশ ও হংকংএর জন্যে আরও সুন্দর ভবিষ্যত এনে দেওয়া যায়।

    তাইওয়ানের " চায়না টাইম" ও " লিয়েহো পত্রিকা" সহ প্রধান প্রধান পত্রিকাগুলোতে এবারের কংগ্রেসের খবর ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।বিশেষ করে তাইওয়ানের প্রতি চীনের মূল ভূভাগের নীতিপন্থা বিস্তারিতভাবে প্রচার করা হয়েছে।

    ব্রিটেনের " গারডিয়ান" পত্রিকার একটি খবরে বলা হয়েছে, চীন একটি দ্রুত গতির উন্নয়নশীল দেশ। পেইচিং অলিম্পিক গেমস চীনের জন্যে তার ক্ষমতা প্রদর্শনেরসুযোগ এনে দেবে এবং চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম জাতীয় কংগ্রেসের মাধ্যমে চীনের অগ্রমরমান দিকস্থিতি পযর্বেক্ষণের সুযোগ পাওয়া যাবে।