v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-16 21:17:28    
চীন জুড়ে সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের ভাষণ নিয়ে আলোচনা

cri
    চীনের ক্ষমতাসীন পার্টি--চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস এখন পেইচিংয়ে অনুষ্ঠানরত । চীনের সংস্কার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশের পর চীনের কমিউনিষ্ট পার্টির এই কংগ্রেসএকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন। এ জাতীয় কংগ্রেস সমাজের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে ।

    ১৫ অক্টোবর চীনের কমিউনিষ্ট পার্টির১৭তম জাতীয় কংগ্রেস ১৫ অক্টোবর শুরু হয় । সেদিন সকালে পেইচিংয়ের দক্ষিণাঞ্চলের ছাইইউয়ান পেইলি কমিউনিটিতে বৃদ্ধা তু ওয়েন ফান বাড়ীতে বসে টি ভিতে থেকে চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রসের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন । পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যক্রমের ওপর একটি ভাষণ দিয়েছেন । সাধারণ সম্পাদক হু চিন থাও তার ভাষণে চীনের সংস্কার অভিযানে অর্জিত সাফল্যের কথা বর্ণনা করেন । চীনের সংস্কার অভিযানে নিজের জীবনের পরিবর্তন সম্পর্কে আশি বছর বয়সী তু ওয়েন ফান আমাদের সংবাদদাতাকে বলেন , ১৯৭৪ সালে আমার বেতন ছিল মাত্র ৪০ ইউয়ান । ১৯৭৮ সাল থেকে চীনে সংস্কার অভিযান শুরু হওয়ার পর আমার বেতন বছরের পর বছর বাড়ছে । এখন আমি প্রতিমাসে একহাজার ইউয়ানের বেশি অবসর ভাতা পাই । এখন আপনি বলেন , আমার বেতন কত গুণ বেড়েছে ?

    বৃদ্ধা তু ওয়েন ফান একজন শ্রমিক ছিলেন । পেইচিং মহানগরে তার অবসর ভাতা তেমন বেশি নয় । তবুও তিনি নিজের বাধর্ক্য জীবন সম্পর্কে চিন্তিত নন । তিনি বলেন , আমার শরীর ভালো নয় , মাঝেমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় । তবে আমি এ বিষয় নিয়ে চিন্তিত নই । সমাজ নিশ্চয়তা ব্যবস্থা থেকে আমার চিকিত্সার আংশিক খরচ মেটানো হয় । তাই আমি এখন নিশ্চিন্তে দিন কাটাতে পারি।

    বৃদ্ধা তু ওয়েন ফানের নাত্নী নিচুয়ান বাসায় ১৭তম জাতীয় কংগ্রেসের সম্প্রচার দেখে নি । সে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী । ক্লাস শেষে সে ইন্টারনেটে সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের ভাষণ পড়েছেন । সে লক্ষ্য করেছে , সাধারণ সম্পাদক হু তার ভাষণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সমস্যার কথা উল্লেখ করেছেন। নি চুয়ান বলেছে , এখন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থান বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । সরকার এ সমস্যা নিষ্পত্তির চেষ্টা করছে । আমি বিশ্বাস করি এ সমস্যা নিষ্পত্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় ও কর্মচারী ব্যবস্থাপনা মন্ত্রণালয় বাস্তব পদক্ষেপ নেবে ।

    সাধারণ সম্পাদক হু চিন থাও তার ভাষণে জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট শিক্ষা , কর্মসংস্থান , চিকিত্সা ও সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার দিক থেকে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন । নি চুয়ানের বাবা নি ইয়েন কান কর্মচ্যুত শ্রমিকদের পুনকর্মসংস্থান নীতির অপেক্ষায় রয়েছেন । তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন । দশ বছর আগে তিনি কর্মচ্যুত হন । এখন তিনি সাধারণ পণ্য বিক্রি করছেন । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনের প্রধান আশংকা হল আবার কর্মহীন হওয়া । তিনি বলেন , এখন আমার বয়স পঞ্চাশের উপর । অনেক শিল্পপ্রতিষ্ঠঅনই আমার বয়সের কর্মী নিয়োগ করে না । তাই আমার আবার কর্মহীন হওয়ার সম্ভাবনা আছে । আমি মনে করি সরকারকে এ ধরনের লোকের মৌলিক জীবনকে নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে ।

    ১৭তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা সমাজের এ সব সমস্যা লক্ষ্য করেছেন । হোনান প্রদেশের প্রতিনিধি সোন সুয়েন থাও বলেন , চীনের কমিউনিষ্ট পার্টি ও সরকার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করাকে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য মনে করে । সিছুয়ান প্রদেশের মিয়েন ইয়ান শহরের প্রতিনিধি থান লি সাধারণ সম্পাদকের কথা উল্লেখ করে বলেছেন , সমগ্র দেশের জনসাধারণ সংস্কার অভিযানের সুফল থেকে উপকৃত হবেন । জনসাধারণের বাস্তব সমস্যাগুলো মীমাংসিত হবে । (ফাং সিয়াউ ছিয়েন)