চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মূদ্রা ব্যবস্থাপনা ব্যুর্রোর মহা পরিচালক হু শিও লিয়েন ১৬ অক্টোবর পেইচিংএ বলেছেন, চীনের আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্য তরান্বিত করার জন্যে চীন সরকার তিনটি ক্ষেত্রেব্যাপক সংস্কার চালাবে। তিনি বলেন , এ তিনটি ক্ষেত্রেরসংস্কারের অন্তর্ভূক্ত রয়েছে: ব্যক্তিগত ও শিল্প-প্রতিষ্ঠানের মূদ্রা প্রয়োগের প্রণালী আরো সহজতর করা , বাণিজ্যিক পুঁজিবিনিয়োগে ব্যবহৃত প্রয়োজনীয় মূদ্রারচাহিদা যতটুকু সম্ভব পূরন করা; অর্থনৈতিক পদ্ধতির ভূমিকাকে সমপ্রসারিত করা , রেন মিন পির বিনিময় হারের কাঠামোর সংস্কারেপ্রচেষ্টা চালানো এবং ধাপে ধাপে মূদ্রা বিনিময়ের নমনীয়তা বাড়ানো। এ ছাড়াও চীনের বাইরে থেকে আসা পুঁজির উপর পযবেক্ষণ জোরদার করা এবং আর্থিকক্ষেত্রে অবৈধ অর্জিত অর্থের ব্যাপারেকঠোর পদক্ষেপ নেয়া ।
তিনি আরও বলেছেন, অর্থনীতির প্রবৃদ্ধির পদ্ধতি ও অর্থনীতির কাঠামো পুনরুদ্ধার করা আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা ও তাকে তরান্বিত করার জন্যে অত্যন্ত গুরুত্বর্পূণ ।
|