আপনারা এখন শিল্পী সুং জু ইং এর গাওয়া "মাটি থেকে গান উড়ায়" গানটি শুনছেন। এটা হচ্ছে ১৯৯৯ সালে নাননিং আন্তর্জাতিক লোকসংগীত উত্সবের প্রধান গান। সুরকার সুই পেই তুং এই গানের সুর করেছেন। চাং নান এর কথা লিখেছেন। মনোরম সুরের গানটিতে কুয়াংশি প্রদেশে বসবাসকারী বিভিন্ন জাতির মানুষের ভালোবাসা প্রকাশ প্রকাশিত হয়েছে।
গানের কথা এমন, "পাহাড়ী পথকে সুগম করে পাহাড়ী গান গাই। মত্স্য জাল ফেলে মাছের গান গাই। পশুপালনের গান গাইলে গরু ও ছাগল বেশি হয়। আমাদের গান আকাশের তারার চেয়েও বেশি। গানে সমস্ত সুন্দর দৃশ্য বর্ণনা করা যায় না। সুখী জীবন গানের তালে চলে।"
সুই পেই তুং চীনের বিখ্যাত সুরকার। ত্রিশ বছর ধরে তিনি সংগীতে নিবেদিত প্রাণ। সুর করেছেন হাজারটি গানের । তাঁর সংগীতের বিষয়বস্তু সমৃদ্ধ। ব্যাপক শ্রোতার সমাদর পেয়ে সারা চীনে ছড়িয়ে পড়েছে তার গান। এখন আপনারা সুই পেই তুংয়ের সুর করা ও গাওয়া "আজীবন" গানটি শুনুন।
"আজীবন" গানটি হচ্ছে "আমার এই জীবন" নামের একটি টেলিভিশন নাকটের প্রধান গান। গানটি ছিং রাজবংশের শেষ দিক থেকে ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার আগে সমাজের তৃণ মূল মানুষের জীবনের কথা র্বণনা করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিক সংগীতের চমত্কার মিশ্রণ ঘটিয়ে সুই পেই তুং গানটির সুর করেছেন। গানটি নাটকের সঙ্গে খুব মানানসই।
সুই পেই তুংয়ের করা গানের ক্ষেত্র বিস্তৃত। তিনি পপ্, লোক, পাশ্চাত্য, নৃত্য ও চলচ্চিত্রের সংগীতে একজন সফল সুরকার। বিশেষ করে ঐতিহাসিক ঘটনা নিয়ে করা গানগুলোতে তাঁর গভীর নৈপুণ্যের ছাপ রয়েছে। এখন শুনুন "ইয়োং চাং রাজবংশ" নামে টেলিভিশন ধারাবাহিক নাটকে একটি প্রধান গান। গানের নাম "মানুষের মন জয় করলে জয় করা যায় পৃথিবী"। সুই পেই তুং আধুনিক সংগীতে নাটকের চরিত্রের অভিব্যক্তির প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। ঋদ্ধ সুর ও গভীর অন্তর্নিহিত শক্তির কারণে তার গান শ্রোতাদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
বন্ধুরা, এতোক্ষণ আপনারা বিখ্যাত সুরকার সুই পেই তুংয়ের তিনটি গান শুনলেন। এবার শুনুন চীনের আরেক জন বিখ্যাত সুরকার চাও চি পিং এর পরিচয় ও তাঁর গান।
এখন আপনারা টেলিভিশন নাটক "দাই জাই মেন" এর প্রধান গান শুনছেন। ই মিং এই গানের কথা লিখেছেন। চাও চি পিং এর সুর করেছেন। গেয়েছেন শিল্পী হু সিয়াও ছিং । নাটকে ১৯ শতাব্দীর শেষ দিক ও বিংশ শতাব্দীর প্রথম দিকে পেইচিংয়ের একটি চীনা চিকিত্সক পরিবারের সমৃদ্ধি ও পতনের কাহিনী রয়েছে। এতে একজন বীর পুরুষ চিত্র অংকিত হয়েছে। সুরকার চাও চি পিং পেইচিংয়ের ডঙ্কা ব্যবহার করে গানটিতে গভীর স্থানীয় বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন।
১৯৪৫ সালে চাও চি পিং উত্তর-পশ্চিম চীনের শেনশি প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ছোট বেলা থেকে গভীরভাবে সংগীত পছন্দ করেন। ১৯৭০ সালে তিনি সি আন সংগীত ইনস্টিটিউটের সুরকার বিভাগ থেকে স্নাতক হন। গত শতাব্দীর ৮০'র দশকের প্রথম দিক থেকে তিনি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জন্য সুর করতে শুরু করেন। এখন তিনি চীনের চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের সংগীত মহলের একজন প্রতিনিধি। তাঁর সংগীত আর চলচ্চিত্র যেন একাকার।
অনুষ্ঠানের শেষে শুনুন নাটক "ভাবী" এর প্রধান গান। নাটকটি একটি বাস্তব কাহিনী থেকে তৈরি। একজন দয়ালু মেয়ে প্রয়াত স্বামীর পাঁচ ছোট ভাই বোনকে পালন করেছেন। এর জন্য তিনি নিজের সবকিছু ত্যাগ করেছেন। পরে ছোট ভাই বোনের মনের "মা" হয়েছেন। সুং চিয়া এ গানের কথা লিখেছেন। ওয়াং সিয়াও আই গানটি গেয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|