v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-16 15:14:40    
হোপিংলি নম্বর ১ প্রাথমিক স্কুলের উদ্যোগে শরত্কালীন ক্রীড়া সম্মেলন

cri

    আজ থেকে প্রায়৩০০ দিন পর পেইচিং অলিম্পিক গেমস --২০০৮এর পর্দা উঠবে । চীনের বিভিন্ন অঞ্চলের জনগণ এবং বিদেশী বন্ধুরা এই বিশাল ক্রীড়াযজ্ঞের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । অলিম্পিক গেমস সামনে রেখে পেইচিং হোপিংলি নম্বর ১ প্রাথমিক স্কুল শরত্কালীন ক্রীড়া সম্মেলন আয়োজন করে ।এই স্কুলটির সঙ্গে বাংলাদেশের একটি স্কুলের মৈত্রীর বন্ধন রয়েছে । চীনের বাংলাদেশ দূতাবাস , চীনের অলিম্পিক কমিটির কর্মকর্তা এবং অলিম্পিক গেমসের সাবেক চ্যাম্পিয়নসহ বিভিন্ন মহলের কর্মকর্তা এবারের সম্মেলনে অংশ নেন।

    স্কুলের একজন শিক্ষকের ঘোষণার মধ্য দিয়ে হোপিংলি নম্বর ১ প্রাথমিক স্কুলের শরত্কালীন ক্রীড়া সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সম্মেলনে অংশগ্রহণকারীরা হলো খেলোয়াড় হিসেবে স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের বাবা মায়েরা । এ সম্পর্কে স্কুলের শিক্ষিকা থেং ইয়া চিয়ে বলেন,

    আজকের ক্রীড়া সম্মেলনের মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের নিয়মিতভাবে শরীর চর্চা করার জন্য উদ্বুদ্ধ করতে চাই । নিজে নিজে শরীর চর্চা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে খেলাধুলা । এ কারণে আমরা ছাত্র-ছাত্রী এবং তাদের বাবা মায়েদের জন্য কিছু মজার খেলা আয়োজন করেছি ।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা আমাদের জন্য চীনের কুংফু ,মজার বাস্কেটবলসহ বিভিন্ন শো করে যেগুলো দেখে , দর্শকরা খুব উল্লসিত হয় । বিশেষ করে, এই স্কুলের বাস্কেটবল খেলার মান পেইচিংয়ের প্রাথমিক স্কুলগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে । ছাত্র-ছাত্রীরা অনেক মনোযোগ দিয়ে তা খেলে । অনুষ্ঠানের পর বাংলাদেশের বন্ধু আহমেদ তৌফিক বাবর বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের ব্যাট-বল উপহার দেন । এ সম্পর্কে শিক্ষিকা থেং ইয়া চিয়ে বলেন, এর আগে বাংলাদেশ দূতাবাসে আমরা ক্রিকেট খেলে অনেক মজা পেয়েছি । আজকে আমরা ক্রিকেট সামগ্রী উপহার পাওয়ার পর ,আমার বিশ্বাস ছাত্র-ছাত্রীরা এই খেলা খেলতে পছন্দ করবে ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কাজী ফাইয়াজ মুরশিদ সংবাদদাতাকে তাঁর মন্তব্য দিতে  গিয়ে বলেন  । নোং ছুন হুয়া একজন ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন । তিনি ১৯৯৩ সালে বিশ্ব নারী ব্যাডমিন্টন ডাবলসে চ্যাম্পিয়ন । তিনি পেইচিং অলিম্পিক কমিটির কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানে অংশ নেন । অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুব খুশি । আমার ছেলের বয়স এখন ৯ বছর । স্কুলের ছাত্র-ছাত্রীদের হাসিখুশি দেখে ,আমার মনে হয়েছে যদি আমার ছেলে এ অনুষ্ঠানে থাকতো, তাহলে অবশ্যই অনেক মজা পেতো । অলিম্পিক গেমসের ধারণা হচ্ছে সবার অংশ গ্রহণ । স্কুলের এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা আরো ঘনিষ্ঠভাবে অলিম্পিক গেমসের ধারণা উপলব্ধি করতে পারবে । এর অনেক তাত্পর্য রয়েছে ।

     ছাত্র-ছাত্রীরা ইতোমধ্যে খুব মনোযোগ দিয়ে বিভিন্ন খেলায় অংশ নিচ্ছিল । খেলার মাঠে অনেক ছাত্র-ছাত্রীর হৈচৈ আর  আনন্দমুখর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন । ৫ শ্রেণীর দু'জন ছাত্রী আমাকে বললো, আমরা আজকের খেলাধুলার এই অনুষ্ঠানে অনেজ মজা পেয়েছি । পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে ছাত্রী মেন সিয়াও লিন বলে, আমার মা ইন্টারনেটের মাধ্যমে আমার জন্য পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বুকিং দিয়ে রেখেছেন । আমি পেইচিং অলিম্পিক গেমসের অপেক্ষায় আছি ।

    এক বিশ্ব ,এক স্বপ্ন। আমরা বিশ্বাস করি, চীনের বিভিন্ন মহলের প্রচেষ্টা এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাহায্যে পেইচিং অলিম্পিক গেমসে--২০০৮ সাফল্যমণ্ডিত হবে ।