v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-15 22:09:27    
ইস্ট চাইনা নরমাল ইউনিভার্সিটি

cri
     ইস্ট চাইনা নরমাল ইউনিভার্সিটি সাংহাই মহানগরে অবস্থিত। চীনে এই বিশ্ববিদ্যালয়ের মানবিকবিদ্যা ও সমাজ বিজ্ঞান, শিক্ষা তত্ত্ব সহ বেশ কয়েকটি বিষয়ের সুনাম আছে।

    (রেকডিং ১ –একজন ভিয়েতনামী ছাত্রীর গান )

    " ছোট শহরের গল্প বেশি, শহরটি আনন্দের আওয়াজে মুখরিত, যদি আপনি এই ছোট শহরে বেড়াতে আসেন----"

    রুয়ান লি সিন একজন ভিয়েনামী ছাত্রী। তিনি এই বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়াশুনা করেছেন। তাঁর গাওয়া গানের মত রুয়ান লি সিনের চেহারাও মিষ্টি। উচ্চ মাধ্যমিক স্কুল থেকে তিনি চীনা ভাষা শিখতে শুরু করেন। চীনা ভাষা শেখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,

    (রেকডিং ২ )

    " তখন ভিয়েতনামে চীনা ভাষা শিক্ষার্থীদের সংখ্যা বেশী ছিল না। কিন্তু চীনা ভাষা আমার ভাল লাগত। সে সময় আমি চীনের তাইওয়ানের গায়িকা তেং লি জিইউনের গান খুব শুনতাম। তখন থেকেই আমার চীনা ভাষা শেখার আগ্রহ বাড়তে থাকে। "

    ২০০২ সালে হান ভাষায় প্রবন্ধ লেখার বিশ্ব প্রতিযোগিতায় রুয়ান লি সিন প্রথম শ্রেণীর পুরস্কার পান। একই বছরে তিনি স্কলরশীপ পেয়ে ইস্ট চাইনা নরমাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। তাঁর বি এ কোর্স শেষ হওয়ার পর স্বদেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু চীনা ভাষা আরও উন্নত করার জন্যে তিনি চীনের স্কলারশিপ কাউন্সিলের কাছ থেকে আবার স্কলাশীপ পেয়ে পিএইচ ডি শুরু করেন।

    (রেকডিং ৩ )

    " আমি প্রথম শ্রেণী পুরস্কার পেয়ে হান ভাষার দূতের পদে ভূষিত হলাম । আমি এতে খুব গর্ব বোধ করি। আমি মনে মনে সিন্ধান্ত নিয়েছি যে, ভবিষ্যতে আমি স্বদেশে ফিরে একজন চীনা ভাষার শিক্ষক হতে চাই। "

    বিদেশী শিক্ষার্থীদের জন্যে চীনা ভাষা শিক্ষাদান ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির একটি বৈশিষ্টপূর্ণ বিষয়। এই বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক চীনা ভাষা ইনস্টিটিউট চীনের আটটি বৈদেশিক চীনা ভাষা শিক্ষাদান ক্ষেত্রের অন্যতম। এই ইনস্টিটিউটে বি এ, এম এ ও পি এইচ ডি কোর্স অন্তর্ভূক্ত। সুতরাং বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করতে আগ্রহী। গত বছর এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল তিন হাজারেরও বেশী । তাদের মধ্যে ৬০ শতাংশের বেশী চীনা ভাষা পড়েন।

    এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় বিভাগের উপ পরিচালক ও বিদেশী শিক্ষার্থী ব্যবস্থাপনা অফিসের পরিচালক ম্যাডাম ওয়াং মেই শিও বলেন,

    (রেকডিং ৪ –ওয়াং মেই শিওয়ে কথা)

    " এখানে কাজাকুউস্তানের শিক্ষার্থীদের জন্যে আয়োজিত একটি প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা তাদের জন্যে আট মাসের প্রশিক্ষণ দিয়েছি। এখানে আসার আগে তারা চীনা ভাষা কিছুই জানতো না। কিন্তু আট মাস পর তাদের মধ্যে কেউ কেউ SHK-এর অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হন। SHK পরীক্ষা হল বিদেশী শিক্ষার্থীদের জন্যে আয়োজিত চীনা ভাষার যোগ্যতা যাচাই-এর এক ধরনের বিশেষ পরীক্ষা। অনেক বিদেশী শিক্ষার্থী মনে করেন , আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষার শিক্ষাদান অত্যন্ত বৈশিষ্ট্যময়। "

    হান ভাষা ছাড়া, শিক্ষা তত্ত্ব , চীনা ভাষা সাহিত্য, মনোবিদ্যাও এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়। চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বতর্মানে ইনস্টিটিউটটি চীনের সবচেয়ে বড় গবেষণা ইনস্টিটিউটে পরিণত হয়েছে । এই বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা সাহিত্য, ইতিহাস, গণিত , ভূগোল, মনোবিদ্যা বিভাগ চীনের রাষ্ট্রীয় শিল্পকলা (Arts ) ও বিজ্ঞান বিষয়ে দক্ষ ব্যক্তি তৈরির ঘাঁটিতে পরিণত হয়েছে।

    ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইউ লি জন মনে করেন, আন্তজার্তিক বিনিময় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষাদানের মান আপনআপনি উন্নত হতে পারে । তিনি বলেন,

    (রেকডিং ৫--- প্রেসিডেন্টের কথা)

    " একদিকে এ ধরনের বিনিময় ও সহযোগিতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের দৃষ্টির ক্ষেত্র প্রসারিত হবে। অন্য দিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাদানের মান উন্নত হবে। তা ছাড়া, আমরা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিও বাড়াতে পারবো। যাতে আরও বেশী বিদেশী আমাদের বিশ্ববিদ্যায় সম্পর্কে জানতে পারে।

    অনেক বছর আগে বিদেশী শিক্ষার্থীদের জন্যে ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটিতে স্কলারশীপ চালু হয়। এর একটি হল নতুন ছাত্রছাত্রীদের জন্যে, আরেকটি হল মেধাবী ছাত্রছাত্রীদের জন্যে। নতুন ছাত্রছাত্রীরা যদি স্কলারশীপের আবেদন করতে চান তাহলে তাদের SHK পরীক্ষার ফলাফল ( সাধারণত ষষ্ঠ শ্রেণীর সার্টিফিকেট) দেখাতে হবে। তা ছাড়া যারা স্নাতকোত্তর কোর্সে যাবেন তাদের বি এ কোর্সে পড়ার সময়ের মেধার প্রমাণপত্র দিয়ে স্কলারশীপ আবেদন করতে পারেন।

    পূর্ব চীনের নরমাল বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর বেশ কয়েক বার বিদেশী ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে। বিদেশী ছাত্রছাত্রীরা যাতে চীনের সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে আরও বেশী জানতে পারেন সেই জন্যে চীনের অন্যান্য জায়গায় ভ্রমণের ব্যবস্থা করা হয়। বিদেশী ছাত্রাছাত্রী ব্যবস্থাপনা অফিসের পরিচালক ওয়াং মেই শিও বলেন,

    (রেকডিং ৬--- তার কথা)

    " এ বছর আমরা তাদেরকে হুনান প্রদেশের মনোরম জায়গা জেন চিয়া চে নিয়ে গিয়েছি।তারা সাংহাই শহরের চারপাশের সুদৃশ্য জায়গাগুলোও পরিদর্শন করেছেন। তা ছাড়া, আমরা তাদের জন্যে বিভিন্ন খেলার আয়োজনও করি। প্রত্যেক বছরের বড়দিনে সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর যখন স্কলারশীপ পাওয়া ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হয় তখন ছোট আকারের একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়।

    যারা এখানে পড়াশুনা করছেন তারা এখানকার জীবন উপভোগ করেন। জন পাস্টন একজন আমেরিকান ছাত্র। তিনি এখন ভাষা তত্ত্বে এম এ পড়ছেন। চীনে সাত বছর থাকার পর তার সাংহাই একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছে। বতর্মানে তিনি বিয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন,

    (রেকডিং ৭—জন পাষ্টনের কথা)

    " আমি চীনকে খুব ভালবাসি। আমার মনে হয়, প্রত্যেক দিন চীনে পরিবর্তন ঘটছে। তা ছাড়া, এখানে অনেক খাবারের স্বাদ নিতে যায়। আমি নানা ধরনের খাবার আস্বাদন করতে চাই। অবসর সময় আমি নিজস্ব ওয়েটবাইট ডিজাইন করি। এই ওয়েটসাইটের মাধ্যমে আমি আমার চীনে থাকার অভিজ্ঞতা বিদেশীদের বিশেষ করে আমেরিকান নাগরিকদের জানাই । ভাষাবিদ্যা আমার খুব ভাল লাগে। "

    সাংহাই সম্পর্কে ভিয়েতনামী ছাত্রী ইউয়ান লি সিনের ধারণা একটু বিশিষ্ট। তিনি বলেন,

    (রেকডিং ৮—তার কথা)

    " প্রথমে আমি পেইচিংএ পড়াশুনা করি। আমি পেইচিংএর সাংস্কৃতিক পরিবেশ খুব পছন্দ করি। পরে আমি সাংহাই আসলাম। আমার মনে হয়, সাংহাই একটি সুন্দর শহর। যে কোন ধরনের লোক নিজের মনের মতো জায়গা পেতে পারেন। সাংহাই বিভিন্ন জায়গার মানুষ ধারণা করতে পারে। আমি এখানকার জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি। "

    বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইউ লি জন বলেন,

    (রেকডিং ৮ ---প্রেসিডেন্টের কথা)

    " আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অত্যন্ত প্রগাঢ় । এই বিশ্ববিদ্যালয় প্রাণ শক্তিতে পূর্ন । এখানে সবাই যেমন এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি উপভোগ করতে পারেন, তেমনি এই বিশ্ববিদ্যালয়ের সময়ের সাথে তাল মিলিয়ে অবিরাম অগ্রগতি অনুভব করতে পারেন। আমার বিশ্বাস এখানে অধ্যায়নরত বিদেশী ছাত্রছাত্রীরা একই ধারণা পোষন করেন। "

    প্রিয় শ্রোতা বন্ধুরা, পূর্ব চীনের নরমাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হল: www.ecnu.edu.cn. আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশী তথ্য পেতে পারেন। আজকের প্রশ্ন হল: " ইস্ট চাইনা নরমাল ইউনিভার্সিটির বৈশিষ্ট্যময় বিষয় কোনটি"? আমাদের এই সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য স্বাগত জানাচ্ছি। পরবর্তী সময়ে এই আসরে সাংহাই নরমাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো কিছু বলবো। আজকের অনুষ্ঠান শোনার জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ।