ইরাকের শিয়া সম্প্রদায়ের 'সুপ্রিম ইসলামিক ইরাকী কাউন্সিল'-এর নেতা আম্মার হাকিম এবং সুন্নি সম্প্রদায়ের 'আনবার অ্যাওয়েকেনিং কাউন্সিল'-এর নেতা শেখ আহমেদ আবু রিশা ১৪ অক্টোবর আনবার প্রদেশের রামাদি শহরে প্রথম বারের মত বৈঠক করেছেন।
দু'পক্ষ একমত হয়েছে যে, ইরাকের ধর্মীয় সংঘর্ষ হাজার হাজার ইরাকীর জীবনকে বিপন্ন করেছে। সুতরাং ইরাকের সবার মধ্যে সার্বিক সমঝোতা বাস্তবায়ন, রক্তক্ষয়ী সংঘর্ষ নিরসন এবং ইরাকের সামগ্রিক পরিস্থিতিকে উন্নত করা উচিত। রিশা আশা করেন, হাকিম 'আল-কায়েদা'র সন্ত্রাসী তত্পরতা দমনকে সমর্থন করবে।
ইরাকের শিয়া ও সুন্নী দুই সম্প্রদায়ের রাজনৈতিক দলের সংলাপ ইরাকের জাতীয় সমঝোতা প্রক্রিয়াকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে মনে করা হচ্ছে। (খোং চিয়া চিয়া)
|