চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাক হু চিনথাও ১৫ অক্টোবর চীনের কমিউনিষ্ট পার্টির ১৭ তম কংগ্রেসে বলেছেন, চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ ধরে চলবে।
হু চিনথাও বলেছেন, চীন শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক সংকট ও উতপ্ত সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা চালাবে। চীন সব ধরণের সন্ত্রাসের বিরোধিতা করে। চীন প্রতিরক্ষামূলক রাষ্ট্রীয় প্রতিরক্ষা নীতি অনুসরণ করবে এবং কখনও সমরসজ্জার প্রতিদ্বন্দ্বিতা চালাবে না। চীন নানা ধরণের আধিপত্যবাদী শক্তির রাজনীতির বিরোধিতা করে।
তিনি বলেন, চীন অব্যাহতভাবে নিজের উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বের অভিন্ন উন্নয়নের প্রতি দৃষ্টি দেবে এবং নিজের উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নমুখী দেশগুলোর সঠিক স্বার্থকে সুরক্ষা করবে। চীন আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নীতি অনুযায়ী তার বাজারে প্রবেশের অনুমোদনের বিষয়টি সম্প্রসারণ করবে এবং আইন অনুযায়ী সহযোগিতাকারীদের স্বার্থ রক্ষা করবে।
হু চিনথাও আবারও জোর দিয়ে বলেছেন, চীন নীতিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে তার কৌশলগত সংলাপ জোরদার করবে। নিকটবর্তী দেশগুলো সহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতা জোরদার করবে ও আঞ্চলিক সহযোগিতা চালাবে। এ ছাড়াও, বহুপক্ষীয় বিষয়ে অংশ নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক দায়িত্ব পালনে গঠনমুলক ভূমিকা পালন করবে। (লিলি)
|