চীনের ধর্মীয় সংস্কৃতিক বিনিময় সমিতি সুত্রে থেকে জানা গেছে , দ্বিতীয় বিশ্ব বৌদ্ধধর্ম ফোরাম ২০০৮ সালের নভেম্বর মাসে চীনের চিয়াংসু প্রদেশের উ সি শহর ও হংকংয়ে অনুষ্ঠিত হবে । চীনের ধর্মীয় সংস্কৃতি বিনিময় সমিতি ও চীনের বৌদ্ধধর্ম সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ ফোরাম বিশ্বে বৌদ্ধধর্মের জন্য সমতার ভিত্তিতে এক বহুমুখী ও উন্মুক্ত বিনিময় ও সংলাপের প্ল্যাটফর্ম সৃষ্টি করবে । ফোরামটি উ সি শহরে উদ্বোধন হবে এবং তা হংকংয়ে শেষ হবে ।
প্রথম বিশ্ব বৌদ্ধধর্ম ফোরাম ২০০৬ সালের এপ্রিল মাসে পূর্ব চীনের চেচিয়ান প্রদেশের হানচৌ শহরে অনুষ্ঠিত হয় । ফোরামের প্রতিপাদ্য ছিলঃ সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলার কাজ মানুষের মন থেকেই শুরু । এ ফোরাম দেশবিদেশে গভীর প্রভাব সৃষ্টি করেছে । এ ফোরামে চীনের ধর্মীয় স্বাধীনতার নীতি ও সম্প্রীতিময় সমাজ ও বিশ্ব গড়ে তোলার ধারণা প্রচারিত হয়েছে ।
|