v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-15 19:25:29    
সাংহাই ইতিবাচকভাবে অলিম্পিক গেমস ২০০৮'র ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে

cri

(সাংহাই স্টেডিয়াম ১)

বন্ধুরা, পেইচিং অলিম্পিক গেমসের বেশির ভাগ প্রতিযোগিতা হবে পেইচিংয়ে। কিন্তু, অশ্বারোহন প্রতিযোগিতা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে, ইয়াটিং ছিংতাওতে ও ফুটবল ইভেন্ট পেইচিং ছাড়াও সাংহাই, থিয়ানচিন, শেনইয়াং ও ছিংহুয়াংতাওয়ে হবে।

(সাংহাই স্টেডিয়াম ২)

সাংহাই প্রতিযোগিতা অঞ্চলের ফুটবল প্রতিযোগিতা সাংহাই'র বৃহত্তম স্টেডিয়াম সাংহাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ স্টেডিয়ামে ৮০ হাজার দশর্ক আসন রয়েছে এবং এখানেই চীনের জাতীয় গেমস আয়োজিত হয়ে ছিল। এ স্টেডিয়ামে প্রতি বছর আন্তর্জাতিক ট্র্যাক ও ফিল্ড ফেডারেশনের সাংহাই গল্ডেন গ্রাঁপিসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানও এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

(সাংহাই স্টেডিয়াম ৩)

পেইচিং অলিম্পিক ফুটবল প্রতিযোগিতার জন্য সাংহাই স্টেডিয়ামটি পুনরায় নির্মাণ করা হয়েছে। বিশেষ অলিম্পিক গেমসের আগে এই পুনর্নির্মাণ শেষ হয়েছে। পূর্ব এশিয়া ক্রীড়া কোম্পানি স্টেডিয়ামী পুনর্নির্মাণ করেছে। এ কোম্পানির চেয়ারম্যান লি মিং বলেছেন, 'সাংহাই স্টেডিয়ামে শুধু যে বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমসের প্রতিযোগিতা আয়োজিত হয়েছে তা নয়, বরং অলিম্পিক ফুটবল আংশিক প্রতিযোগিতাও এখানে হবে। আমারা এ দু'টি গেমসের জন্য স্টেডিয়ামটি পুনরায় নির্মাণ করেছি। পুনরায় নির্মাণের মাধ্যমে স্টেডিয়ামের স্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।'

(সাংহাই স্টেডিয়াম ৪)

পূর্ব এশিয়া কোম্পানি আগের ঐতিহ্যিক আলোকসজ্জা স্থাপনা ডিজিটাল তথ্য প্রচারের সঙ্গে সংগতিপূর্ণ করে পুনর্নিমাণ করেছে। সেজন্য সম্প্রচার আরো স্পষ্ট এবং তথ্য পাওয়া সহজতর হবে।

পূর্ব এশিয়া কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা সুরক্ষা স্থাপনা নির্মাণ করেছে। বিভিন্ন স্থানে স্থাপিত মনিটরে পুরো স্টেডিয়াম ও সংলগ্ন ক্রীড়া স্থাপনা পর্যবেক্ষণ করা যায়। এতে নিরাপত্তা সুরক্ষা সংস্থা দ্রুত যে কোনো নিরাপত্তা সমস্যা মোকাবেলা করতে পারবে।

(সাংহাই স্টেডিয়াম ৫)

এছাড়াও, স্টেডিয়ামের স্ক্রীন ভবিষ্যতে টেলিভিশন তথ্যের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ হবে। স্টেডিয়ামের ট্র্যাক আন্তর্জাতিক ট্র্যাক ও ফিল্ড ফেডারেশনের সেরা মানে উন্নীত হয়েছে। দর্শক আসনগুলোও দেলে ফেলা পরিবর্তন হয়েছে। পাশাপাশি, পুরো স্টেডিয়ামের পুনর্নির্মান পরিকল্পনায় 'মানুষের সুবিধার বিবেচনার' ধারণা মাখায় রাখা হয়। দর্শক আসন আরো আরামদায়ক ও প্রতিবন্ধীদের জন্য আরো সুবিধাজনক অবাধ স্থাপনা তৈরী করা হয়েছে।

(সাংহাই স্টেডিয়াম ৬)

বন্ধুরা, পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতি নেয়ার প্রক্রিয়ায় পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি আবিষ্কার করেছে যে, চীনের অনেক শহরে পরিবহন ও স্টেডিয়ামের স্থাপনার নির্দেশনা বিশেষ করে ইংরেজি ভাষার নির্দেশনা মানসম্পন্ন নয়। এ সমস্যা দূর করার জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অনেক কাজ করেছে। সাংহাই স্টেডিয়ামের দুর্বল নির্দেশনা পুনরায় নির্মাণের মাধ্যমে সংশোধন করা হয়েছে। মহাপরিচালক লি মং বলেন, 'আগে চীনের স্টেডিয়ামের নির্দেশনা শুধু চীনা ভাষায় লেখা ছিল। এখন আমরা চীনা ও ইংরেজি দু'ভাষাতেই নির্দেশনা ফলম স্থাপন করছি। এছাড়া, আমরা দু'টি ভাষা একই সাইজে লেখার ব্যবস্থা করেছি। এর মাধ্যমে সবাই স্পষ্টভাবে তা পড়তে পারবেন।'

(হংখৌ স্টেডিয়াম ১)

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার জন্য নির্ধারিত স্টেডিয়াম ছাড়াও অতিরিক্ত একটি স্টেডিয়াম প্রস্তুত রাখা উচিত। যাতে নির্ধারিত স্টেডিয়ামে কোনো সমস্যা হয়, তাহলে অতিরিক্ত স্টেডিয়াম ব্যবহার করা হয়। সাংহাই শহরের পেশাদার হংখৌ ফুটবল স্টেডিয়াম হবে সাংহাই স্টেডিয়ামের অতিরিক্ত স্টেডিয়াম। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল বিশ্বকাপ এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পুনর্নির্মিত হংখৌ ফুটবল স্টেডিয়ামে একজন দায়িত্ববান কর্মকর্তা রেন ছাংচিয়ান বলেছেন, 'আমরা প্রমীলা ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছি। সেজন্য আমাদের প্রথম শ্রেনীর আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সমার্থ্য ও অভিজ্ঞতা আছে। হংখৌ স্টেডিয়াম যেকোন আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য উপযুক্ত। হংখৌ স্টেডিয়ামের আলোকসজ্জা ও অন্যান্য স্থাপনা আন্তর্জাতিক পর্যায়ের।'

(হংখৌ স্টেডিয়াম ২)

ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক পর্যায়ের বৃহত নগরী হিসেবে সাংহাই উন্নত ও সমৃদ্ধ এবং তার বৈচিত্রময় প্রতিযোগিতা আয়োজনের আধুনিক অভিজ্ঞতা রয়েছে। আমরা বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র সাংহাই প্রতিযোগিতা অঞ্চলের ফুটবল প্রতিযোগিতা সফলভাবে আয়োজিত হবে।