কসোভোর ভবিষ্যত অবস্থান সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনা ১৪ অক্টোবর ব্রাসেলসে শেষ হয়েছে। আলোচনায় কোনো অগ্রগতি হয় নি। আগামী বারের আলোচনা ২২ অক্টোবর ভিয়েনায় অনুষ্ঠিত হবে।
ইইউ'র এক তথ্য বিবরনিতে বলা হয়েছে, সার্বিয়া সরকারের প্রতিনিধি এবং কসোভোর আলবেনিয়া জাতির প্রতিনিধিগণ কয়েক ঘন্টা ধরে আলোচনা করেছেন। সার্বিয়ার প্রতিনিধিরা বিশদভাবে কসোভোর স্বায়ত্তশাসন বাস্তবায়নের প্রস্তাব করেছেন এবং কোসোভোর আলবেনিয়া জাতির প্রতিনিধিগণ কসোভো ও সার্বিয়া কিভাবে'দুটো স্বাধীন দেশ হিসেবে মৈত্রী ও সহযোগিতার উন্নয়ন করা'যায় তা নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষ জানিয়েছে যে, গত ৩০ আগস্ট ভিয়েনা আলোচনায় উত্থাপিত প্রতিশ্রুতি মেনে চলে, সকল কার্যক্রম ও সংযম বজায় রাখবে এবং কসোভো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বর্তমান আলোচনার প্রক্রিয়ায় তা উপেক্ষা করবে না।
বৈঠকের পর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ ও রাশিয়াকে নিয়ে গঠিত 'ত্রয়কা'র বিশেষ দূত আলাদা আলাদাভাবে সার্বিয়া ও কসোভোর আলবেনিয়া জাতির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন। 'ত্রয়কা'র বিশেষ দূতগণ বলেছেন, তারা আরো ইতিবাচকভাবে দু'পক্ষকে স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন বৈশিষ্ট্য খুঁজে বের করতে সাহায্য করবে। যাতে যত তাড়াতাড়ি সম্ভব কসোভোর ভবিষ্যত অবস্থানের ব্যাপারে চুক্তিতে পোঁছানো সম্ভব হয়। (খোং চিয়া চিয়া)
|