v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-15 18:35:42    
২-১৫ অক্টোবর, ২০০৭

cri
চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস শুরু

চীনের ক্ষমতাসীন পার্টি --- চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস ১৫ অক্টোবর পেইচিংয়ের মহা গণ ভবনে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির ৭ কোটিরও বেশি সদস্যের মধ্য থেকে গণতন্ত্রিকভাবে মাধ্যমে নির্বাচিত ২২০০ জনেরও বেশি প্রতিনিধি এবারের কংগ্রেসে অংশ নিচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ১৬তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিনিধিদের কাছে রিপোর্ট পেশ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য উ পাং কুও কংগ্রেস সভাপতিত্ব করছেন। চীনের কমিউনিস্ট পার্টির সকল প্রধান নেতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস ও তার কেন্দ্রীয় কমিটি হচ্ছে এই পার্টির সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। পাঁচ বছরে একবার এই জাতীয় কংগ্রেস আয়োজিত হয়।

এবারের কংগ্রেস সাত দিন ধরে চলবে। কর্মসূচী অনুযায়ী, প্রতিনিধিরা হু চিন থাওয়ের রিপোর্ট পর্যালোচনা করবেন, "চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের সংশোধনী বিল" পর্যালোচনা করে অনুমোদন করবেন, ১৬তম কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির দাখিল করা কার্য বিবরণী পর্যালোচনা করবেন এবং নতুন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটি নির্বাচন করবেন।

পেইচিংয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান । চীন আন্তর্জাতিক বেতার বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে মোট দশটি ভাষায় সরাসরি প্রচার করবে চীন আন্তর্জাতিক বেতার। যে দশটি ভাষায় খবর প্রচারিত হবে সেগুলো হচ্ছে চীনা, ইংরেজী, ফরাসী, স্প্যানিশ, রুশ, জার্মান, জাপানী, আরবী, মঙ্গোলিয় ও কোরিয়।

বিভিন্ন দেশের শ্রোতারা সি আর আই এর বেতার অনুষ্ঠান শুনলে বা "সি আর আই অনলাইন" ওয়েবসাইট খুললে সঙ্গে সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

চীনের কেন্দ্রীয় গণ বেতার ও কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রও উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নাসিরি বিক্রমাসিনহাসহ সেদেশের শীর্ষ নেতারা সম্প্রতি পৃথক পৃথকভাবে বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির আসন্ন সপ্তদশ কংগ্রেস হবে চীনের ইতিহাসে একটি মাইলফলক । সাফল্যের সঙ্গে এই কংগ্রেস শেষ হবে বলে আরো আশাবাদ ব্যক্ত করেন।

চীন আন্তর্জাতিক বেতারে পাঠানো একটি ভিডিও বার্তায় বিক্রমাসিনহা বলেন , চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস উপলক্ষে শ্রীলংকার প্রেসিডেন্টের পক্ষ থেকে এবং তিনি নিজে এবারের কংগ্রেসের সাফল্য কামনা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনা জনগণ সমাজতান্ত্রিক গঠনকাজে নতুন সফল হবে।

এছাড়া, শ্রীলংকার পূর্ত মন্ত্রী , শ্রম মন্ত্রী, পশ্চিম প্রদেশের গভর্নর এবং সামাজিক সাংস্কৃতিক সমিতির চেয়্যারমানসহ বিভিন্ন খাতের প্রধানও পৃথক পৃথকভাবে এবারের কংগ্রেসের সাফল্য কামনা করেছেন ।--ওয়াং হাইমান

আমি সি আই আর'র বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিযোগিতায় অংশ নেয়ার স্বাগত জানাই। ওয়েবসাইটের ঠিকানা হল https://bengali.cri.cn/1/2007/09/24/Zt41@56105.htm।

শাংহাই বিশেষ অলিম্পিক গেমসের অভিজ্ঞতায় প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবে চীন

চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু সদ্য সমাপ্ত শাংহাই বিশেষ অলিম্পিক গেমস সম্পর্কে বলেছেন, এই আয়োজন সফল হয়েছে। চীন এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।

১১ অক্টোবর শাংহাইয়ে বিশেষ অলিম্পিক গেমস শেষ হওয়ার পর ঐ দিনই সাংগঠনিক কমিটির সম্মেলনে হুই লিয়াং ইয়ু গেমসের সাফল্যের কথা তুরে ধরে বলেন, "সমতা, অভ্যর্থনা ও ধারন" এই তিনটি হচ্ছে বিশেষ অলিম্পিক গেমসের মূলমন্ত্র। এর মাধ্যমে জনসাধারণের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ উন্নত হয়েছে। শাংহাই বিশেষ অলিম্পিক গেমসকে চমত্কার ও স্মরণীয় বিশেষ অলিম্পিক গেমস হিসেবে বিশ্ব মনে রাখবে।

শাংহাই বিশেষ অলিম্পিক গেমসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের উন্নয়ন ত্বরান্বিত করার জন্যও হুই লিয়াং ইয়ু নির্দেশ দিয়েছেন। দেশব্যাপী ব্যাপক ও গভীরভাবে বিশেষ অলিম্পিক গেমসের মন্ত্র ছড়িযে দেয়ার পাশাপাশি গোটা সমাজের শক্তির সমাবেশ ঘটিয়ে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য কল্যাণমূলক কাজ করারও তাগিদ দেন তিনি। হুই লিয়াং ইয়ু বলেন, মিলিতভাবে চীনের প্রতিবন্ধীদের উন্নয়ন কাজকে নতুন পর্যায়ে এক উন্নীত হবে।

রাশিয়ার সঙ্গে পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান গবেষণার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত ভারতের

ভারতীয় বিমান বাহিনীর সামরিক শক্তি বাড়ানোর জন্য ভারত সরকার রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান গবেষণার পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন এবং আরো ৪০টি সু-৩০ এম কে আই জঙ্গী বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ অক্টোবর ভারতের গণ মাধ্যম এ খবর জানায়।

ভারতের একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, রাশিয়া আশা করে, ভারত তার পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান গবেষণা প্রকল্পের নির্ভরযোগ্য অংশীদার হোক। দু'দেশ পাঁচ বছর সময় নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এ বছরের ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাশিয়া সফরের সময় এ বিষয় নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হবে।

রাশিয়া ২০১০ সালে রুশ বাহিনীর জন্য পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান দেয়ার পরিকল্পনা নিয়েছে। ভারত এই জঙ্গী বিমান গবেষণার আংশিক ব্যয় ও সম্পদ বহন করবে এবং ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে জঙ্গী বিমান উন্নততর করার কাজ করবে।