সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্তসাশিত অঞ্চলের আবহাওয়া ব্যুর্রোর এক সূত্রে জানা গেছে , ২০০৬ সাল থেকে ১০১০ সাল পর্যন্ত তিব্বতের প্রধান প্রধান কৃষি ও পশুপালন এলাকায় ৫৭টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আবহাওয়া ব্যুর্রোর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, এসব আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পর কৃষি ও পশুপালনের জন্যে পরিসেবার মান বিপুলভাবে বাড়বে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের সামর্থ্যও জোরদার হবে।
তিব্বতে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে জলবায়ুর একটানা উষ্ণতার কারণে তিব্বতে প্রাকৃতিক দুর্যোগ ঘনঘন ঘটছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিব্বতে মোট ৩২০টি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১৩০ কোটি ইউয়ান রেন মিন পি ।
|