v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Friday Apr 11th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-15 15:27:36    
চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হু চিন থাও বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টিকে সার্বিকভাবে বিজ্ঞানসম্মত উন্নয়নের তত্ত্ব কার্যকরী করতে হবে

cri

     চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হু চিন থাও বলেছেন , চীনা কমিউনিস্ট পার্টিকে সার্বিকভাবে বিজ্ঞানসম্মত উন্নয়নের তত্ত্ব কার্যকরী করতে হবে

    ১৫ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও এ পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে অংশ নেয়া প্রতিনিধিদের কাছে একটি রিপোর্ট দাখিল করেছেন । তার রিপোর্টটির শিরোনাম হচ্ছে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রের মহান পতাকা উত্তোলন করে সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নতুন বিজয় অর্জনের জন্যে সংগ্রাম করুন । রিপোর্টটি ১২ ভাগে বিভক্ত । এর প্রধান প্রধান বিষয় হচ্ছে : গত ৫ বছরের কাজকর্মের পর্যালোচনা , চীনে সংস্কার ও উন্মুক্তকরণের প্রায় ৩০ বছরের ঐতিহাসিক গতিধারার তত্ত্বগত সারসংকলন , বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের সারগর্ভ ও চীনের উন্নয়নের জন্যে এ তত্ত্বের বিশালত্বের বিরাট তাত্পর্য ব্যাখ্যা এবং ভবিষ্যতে চীনের অর্থনীতি , রাজনীতি , সংস্কৃতি , সমাজ , প্রতিরক্ষা , কূটনীতি , দেশের একীকরণ ও পার্টির গঠনকাজে পরিকল্পনা উত্থাপন ।

    হু চিন থাও তার রিপোর্টটিতে প্রথমে পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসের পর সারা দেশের জনগণকে নেতৃত্ব দিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সাফল্যের সারসংকলন করেন। তিনি বলেন , গত ৫ বছরে সংস্কার ও উন্মুক্তকরণ এবং সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে । এ সময়ের মধ্যে চীনের অর্থনৈতিক শক্তি বিপুল মাত্রায় বেড়েছে , লক্ষ্যণীয়ভাবে জনসাধারণের জীবন মান উন্নত হয়েছে , কর্মসংস্থানের মাত্রা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে , সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা আরো জোরদার হচ্চে , গণ স্বাস্থ্য ব্যবস্থা ও মৌলিক চিকিত্সা সেবা ব্যবস্থা অবিরাম সুসংহত হচ্ছে এবং গ্রামাঞ্চলে বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বাস্তবায়িত হয়েছে ।

    রিপোর্টটিতে হু চিন থাও বলেন , চীনা কমিউনিস্ট পার্টিকে আরো গভীরভাবে বিজ্ঞানসম্মত তত্ত্বকে কার্যকরী করতে হবে । তিনি বিশদভাবে এ গুরুত্বপূর্ণ তত্ত্বের সারগর্ভ ও এর উদ্ভবের পটভূমি ব্যাখ্যা করেন । তিনি বলেন , বিজ্ঞানসম্মত তত্ত্বের প্রথম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উন্নয়ন এবং এর কেন্দ্র হচ্ছে মানুষকে মূল হিসেবে গ্রহণ করা । এ তত্বের মৌলিক দাবি হচ্ছে সার্বিক , সমন্বিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা । এ তত্ত্বের মৌলিক পদ্ধতি হচ্ছে সবদিক বিবেচনা করে সমন্বয় করা । অর্থাত্ শহর ও গ্রামাঞ্চলের উন্নয়ন, বিভিন্ন অঞ্চলের উন্নয়ন , অর্থনীতি ও সমাজের উন্নয়ন , মানব ও প্রকৃতির সম্প্রীতিময় উন্নয়ন এবং অভ্যন্তরীণ উন্নয়ন ও উন্মুক্তকরণ সমন্বয় করা । তিনি তার রিপোর্টটিতে চীনা কমিউনিস্ট পার্টির প্রতি এ তত্ত্বকে অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়নের দাবি জানিয়েছেন ।

    হু চিন থাও তার রিপোর্টটিতে ২০২০ সাল নাগাদ চীনের উন্নয়নের নতুন লক্ষ্যমাত্রা উত্থাপন করেন । এ লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে : মাথাপিছু জি ডি পি ২০০০ সালের তুলনায় চার গুণ বাড়ানো , শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা প্রাথমিকভাবে গঠন করা , নিরংকুশ দারিদ্র্র্য মৌলিকভাবে দূর করা , প্রত্যেক মানুষের জন্যে মৌলিক চিকিত্সা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং জ্বালানীর সাশ্রয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের পেশাগত কাঠামো , প্রবৃদ্ধির পদ্ধতি ও ভোগের নমুনা মৌলিকভাবে গঠন করা ।

    অর্থনৈতিক নীতি প্রসংগে চীনের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে জনগণের গণ সেবার অসমতা থাকার অবস্থা সম্পর্কে হু চিন থাও জোর দিয়ে বলেন , মৌলিক গণ সেবা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হতে হবে এবং এ দিক বিবেচনা করে গণ আর্থিক ব্যবস্থা সুসংহত করতে হবে এবং এ খাতে সরকারী বরাদ্দ বাড়াতে হবে ।

    সাংস্কৃতিক ও সামাজিক গঠনকাজ সম্পর্কে হু চিন থাও বলেন , কল্যাণমূলক সংস্কৃতির উন্নয়নকে জনসাধারণের মৌলিক সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার একটি প্রধান উপায় হিসেবে গ্রহণ করতে হবে এবং বিপুল প্রয়াসের সংগে গ্রামাঞ্চল , প্রত্যন্ত অঞ্চল এবং কৃষি শ্রমিকদের মানসিক ও সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে তুলতে হবে। শিক্ষা, গণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কল্যাণমূলক দিক জোরদার করতে হবে ,সরকারের দায়িত্ব যথাযথভাবে পালিত হতে হবে , এ খাতে আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং সুবিধাবঞ্চিত পরিবার ও কৃষি শ্রমিকদের ছেলেমেয়েদের সমানভাবে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে । তিনি আরো বলেন , শহর ও গ্রামাঞ্চলের শ্রমজীবীদের সমানভাবে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং কর্মসংস্থানের ব্যাপারে সমস্ত দরিদ্র জনতাকে সহায়তার ব্যবস্থা সুসংহত করতে হবে ।

    আয়ের যুক্তিযুক্ত বন্টন ব্যবস্থা হচ্ছে সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যণীয় নিদর্শন । জাতীয় আয়ের বন্টনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সম্পর্কে হু চিন থাও বলেন , ফলপ্রসূ ও ন্যায়বিচারের সম্পর্ক ভালোভাবে পরিচালনা করতে হবে এবং এ দুটির মধ্যে ন্যায়বিচারের ওপর বেশি মনোযোগ দিতে হবে । চীনের গণতান্ত্রিক রাজনীতি প্রসংগে হু চিন থাও জোর দিয়ে বলেন , জনগণের গণতন্ত্র হচ্ছে সমাজতন্ত্রের জীবন । বিভিন্ন স্তর ও ক্ষেত্রে রাজনীতিতে সুশৃংখলভাবে নাগরিকদের সামিল থাকার সুযোগ সম্প্রসারণ করতে হবে । নাগরিক সচেতনতার শিক্ষা জোরদার করতে হবে এবং সমাজতান্ত্রিক গণতান্ত্রিক আইন ব্যবস্থা , স্বাধীনতা ও সমতা এবং ন্যায়বিচারের ধারণা স্থাপন করতে হবে । আরো বেশি সংখ্যক অ-কমিউনিস্ট ব্যক্তিদের বিভিন্ন স্তরের নেতৃমন্ডলীতে সুপারিশ ও বাছাই করতে হবে ।

    হু চিন থাও তার রিপোর্টটিতে আবারো তাইওয়ান সমস্যায় চীনা কমিউনিস্ট পার্টির সবসময়কার নীতিগত অবস্থান ঘোষণা করেছেন । তিনি চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থকে উদাত্তভাবে এক চীন নীতির ভিত্তিতে পরামর্শের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই তীরের বৈরি অবস্থার অবসান এবং শান্তি চুক্তি স্বাক্ষরের আহবান জানিয়েছেন ।

     বৈদেশিক সম্পর্ক প্রসংগে হু চিন থাও বলেন , চীন সবসময় শান্তি ও উন্নয়নের পথ অনুসরণ করবে , পারস্পরিক কল্যাণ ও উভয়ে বিজয়ী হওয়ার উন্মুক্ত কৌশল গ্রহণ করবে এবং চীনের উন্নয়নের পাশাপাশি অন্য দেশ , বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ন্যায়সংগত উদ্বেগ বিবেচনা করবে ।

    হু চিন থাওয়ের রিপোর্টটির সর্বশেষ ভাগে প্রধানত চীনা কমিউনিস্ট পার্টির গঠনকাজ সম্পর্কে ব্যাখ্যা করেন । তিনি বলেন , পার্টির গণতান্ত্রিক গঠনকাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ধাপে ধাপে তৃণমূল পর্যায়ের পার্টি সংগঠনের নেতাদের প্রত্যক্ষ নির্বাচনের আওতা সম্প্রসারণ করতে হবে । তিনি জোর দিয়ে বলেন , চীনা কমিউনিস্ট পার্টি দৃঢ়ভাবে শৃংখলা ও আইন লংঘনের ঘটনা নিষ্পত্তি করবে এবং যে কোনো দুর্নীতিবাজকে আইন মোতাবেক কঠোর শাস্তি দিতে হবে এবং কোনোমতেই তাদের রেহাই দেবে না ।

     এবারের কংগ্রেস ৭ দিন চলবে । আলোচ্যসূচী অনুসারে প্রতিনিধিরা হু চিন থাওয়ের দাখিল করা রিপোর্ট নিয়ে আলোচনা করবেন , চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের সংশোধিত বিল নিয়ে আলোচনা এবং তা গ্রহণ করবেন , ১৬তম কেন্দ্রীয় শৃংখলা পরিদর্শন কমিটির দাখিল করা কার্যবিবরণী নিয়ে আলোচনা করবেন এবং পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি ও শৃংখলা পরিদর্শন কমিটি নির্বাচন করবেন । (শি চিং উ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China