v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-15 12:50:11    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১০/১৫

cri

    ১৫ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে। এ সম্মেলন চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশ্বের সমস্যা দৃষ্টিও এখন চীনের দিকেই। এখন থেকে প্রতিদিন এ সম্মেলন সম্পর্কে কোন না কোন খবর বা প্রতিবেদন থাকবে আমাদের অনুষ্ঠানসূচীতে। যাতে শ্রোতাবন্ধুরা, এ সম্মেলন সম্পর্কে স্পষ্ট ধারণা পান। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে এবারের সম্মেলন সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতা থাকবে। প্রশ্নগুলো অতি সহজ। আপনারা নিয়মিত অনুষ্ঠান ও খবর শুনলে সঠিক উত্তর দিতে পারবেন। আশা করি, আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রতযোগিতায় অংশ নেবেন।

    সম্প্রতি চীনের ২০০৭ সালের ইন্টারনেট সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে দিন দিন উন্নত হওয়া ইন্টারনেট প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা উচিত্ তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিলো। যাতে ২০০৮ সালে চীনের পেইচিংয়ে অনুষ্ঠেয় ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস চলার সময়ে তা সহায়ক হিসেবে কাজে লাগে। চীনে ইন্টারনেট সম্পর্কিত বহু শিল্প প্রতিষ্ঠান এ ক্ষেত্রে নিরন্তর বিনিয়োগ করে যাচ্ছে। ১৫ অক্টোবর বিজ্ঞান বিচিত্রা আসরে এ সম্পর্কে একটি প্রতিবেদন শোনানো হবে।

    বর্তমান বিশ্বের অপেরা মঞ্চে চীনা শিল্পী চাং লি পিং প্রথম শ্রেণীর একজন গায়িকা। তিনি মধুর কণ্ঠ ও মর্মস্পর্শী পরিবেশনা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের মন জয় করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাজধানীর অপেরা থিয়েটারে অভিনয় করা অনেক গায়কেরই স্বপ্ন। কেবল বিশ্বের প্রথম শ্রেণী অপেরা শিল্পীরা এই মঞ্চে উঠতে পারেন। ২০০৪ সালের মার্চ মাসে চাং লি পিং প্রথম চীনা নারী হিসেবে এই থিয়েটারে "মাদাম প্রজাপতি" নামের একটি অপেরায় অভিনয় করেছেন। ১৬ অক্টোবর সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং গায়িকা চাং লি পিং এর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

    সকলের জানা আছে, মানুষের জীবন ও স্বাস্থ্যকে বিপন্ন করে তোলার মতো রোগগুলোর মধ্যে ভাইরাস জনিত যকৃতের প্রদাহ ও এইডস অন্যতম যা প্রথম দশটি সংক্রামক রোগের সারিতে রয়েছে। দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানী কুয়াং চৌ অষ্টম গণ হাসপাতালের পরিচালক থাং সিয়াও পিং ঠিক এ দুটি দুরারোগ্য ব্যাধির চিকিত্সাকে নিজের সাধনার বিষয় হিসেবে বেছে নিয়েছেন। তিনি ২১ বছর ধরে সংক্রামক রোগ নিবারণ ও চিকিত্সার কাজে নিয়োজিত রয়েছেন এবং নানা ধরণের বাধা-বিপত্তি ও বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। চীনের সংক্রামক রোগ নিবারণ ও চিকিত্সা ক্ষেত্রে থাং সিয়াও পিংয়ের মত আরো অনেক চিকিত্সক রয়েছেন। তাদের অসাধারণ কৃতিত্বের জন্যে সম্প্রতি তারা চীনা কমিউনিস্ট পার্টির সপ্তদশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ১৭ অক্টোবর সমাজ দর্পন আসরে শি চিং উ তৃণমূল পর্যায়ে কর্মরত তিনজন চীনা চিকিত্সকের পরিচয় করিয়ে দেবেন।

    সুই তুন উত্সব তিব্বতের একটি ঐতিহ্যবাহী উত্সব। তিব্বতী ভাষা অনুযায়ী, "সুই তুন" মানে দই খাওয়া ভোজসভা। দই খাওয়া উত্সবের সূচনা হয় একাদশ শতকের মাঝামাঝি সময়ে। দই খাওয়া উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বৌদ্ধ মূর্তি প্রদর্শিত হয়। তারপর তিব্বতী অপেরা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তিব্বতী ষাঁড় ও ঘোড়দৌড়সহ নানা রকম বিচিত্রানুষ্ঠানও আয়োজন করা হয়। এই সব বৈচিত্র্যময় অনুষ্ঠানের মধ্যে ড্রেপুং মন্দিরের বৌদ্ধ মূর্তি প্রদর্শনকে সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বলা হয়। ১৭ অক্টোবর ওরা অনন্য আসরে তিব্বতের দই খাওয়া উত্সব সম্পর্কে আপনাদের কিছু বলবেন থান ইয়াও খাং।

    চীনের ৫৫টি সংখ্যালঘু জাতির মধ্যে কম লোকসংখ্যার অন্যতম জাতি লুপা। নান ই থানা তিব্বতের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত। বেশ কিছু কৃষকের ঘরবাড়ি বিস্তীর্ণ আদিম জঙ্গলে বেষ্টিত। প্রচুর গরু ও ছাগল পাহাড়ের পাদদেশ ও উপত্যকায় চরে বেড়াচ্ছে। এটাই লুপা জাতির অন্যতম অধ্যুষিত অঞ্চল—তিব্বতের লিন চি অঞ্চলের নানা ই লুপা জাতি থানা। ১৯ অক্টোবর সেই গ্রাম এই জীবন আসরে এই গ্রামের লুপা জাতির অধিবাসীদের জীবনযাপন সম্পর্কে আপনাদের কিছু বলবেন থান ইয়াও খাং।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)