চীনের ক্ষমতাসীন পার্টি --- চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস ১৫ অক্টোবর পেইচিংয়ের মহা গণ ভবনে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির ৭ কোটিরও বেশি সদস্যের মধ্য থেকে গণতন্ত্রিকভাবে মাধ্যমে নির্বাচিত ২২০০ জনেরও বেশি প্রতিনিধি এবারের কংগ্রেসে অংশ নিচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ১৬তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিনিধিদের কাছে রিপোর্ট পেশ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য উ পাং কুও কংগ্রেস সভাপতিত্ব করছেন। চীনের কমিউনিস্ট পার্টির সকল প্রধান নেতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস ও তার কেন্দ্রীয় কমিটি হচ্ছে এই পার্টির সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। পাঁচ বছরে একবার এই জাতীয় কংগ্রেস আয়োজিত হয়।
এবারের কংগ্রেস সাত দিন ধরে চলবে। কর্মসূচী অনুযায়ী, প্রতিনিধিরা হু চিন থাওয়ের রিপোর্ট পর্যালোচনা করবেন, "চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের সংশোধনী বিল" পর্যালোচনা করে অনুমোদন করবেন, ১৬তম কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির দাখিল করা কার্য বিবরণী পর্যালোচনা করবেন এবং নতুন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটি নির্বাচন করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|