v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-14 21:21:34    
১৭তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতিমূলক কাজ শেষ(ছবি)

cri

     চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস ১৫ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মুখপাত্র লি তুং শেং ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এবারের কংগ্রেস ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। ইতোমধ্যে এবারের সম্মেলনের নানা প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। এখন শুনুন এই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন।

    চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস হচ্ছে চীনের সংস্কার উন্নয়নের সন্ধিক্ষণ পর্যায়ে অনুষ্ঠেয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসের পরের পাঁচ বছরের কাজকর্মের সারসংকলন করা হবে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন আর পার্টি নির্মাণ ত্বরান্বিত করার জন্য নতুন কৌশল প্রণীত হবে।

    ১৭তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সংখ্যা ২২১৩ জন। তাঁরা চীনের কমিউনিস্ট পার্টির ৭ কোটি ৩০ লাখ সদস্যের প্রতিনিধিত্ব করবেন। মুখপাত্র লি তুং শেং বলেন, "আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিনিধি প্রার্থীদের সুপারিশ করার গণতন্ত্র সম্প্রসারণ করেছি। সকল প্রতিনিধি গোপন ব্যালটের পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন।"  

    লি তুং শেং আরো বলেন, ১৭তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। ১৪ অক্টোবর বিকালে ১৭তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতিমূলক সম্মেলন আয়োজিত হয়েছে। সম্মেলনে এবারের অধিবেশনের কর্মসূচী স্থির করা হয়েছে। ২৩৭ জনকে নিয়ে গঠিত অধিবেশনের প্রেসিডিয়াম নির্বাচিত হয়েছে। এই প্রেসিডিয়ামের নেতৃত্বে অধিবেশন চলবে।

    লি তুং শেং বলেন, ১৭তম জাতীয় কংগ্রেসের প্রধান কর্মসূচীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির রিপোর্ট শুনে তা পর্যালোচনা করে দেখা, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির কার্য বিবরণী পর্যালোচনা করে দেখা, "চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের সংশোধনীয় বিল" পর্যালোচনা করে অনুমোদন করা, পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটি নির্বাচন করা ইত্যাদি।

    অধিবেশনটি অনেক দেশি-বিদেশি সংবাদদাতাদের আকর্ষণ করছে। খবর পাওয়া পর্যন্ত ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১১০০ জন বিদেশী সংবাদদাতা এবারের অধিবেশনের খবর পরিবেশন ও সাক্ষাত্কার গ্রহণের জন্য সাক্ষাত্কার নেয়ার আবেদন করেছেন। তা ছাড়া আরো ৮০০ জন চীনের সংবাদদাতা এই অধিবেশনের রিপোর্ট করবেন। লি তুং শেং বলেন, সংবাদদাতাদের জন্য উন্মুক্ত ও সুবিধাজনক সেবা দেয়া হবে। তিনি বলেন, "আমরা অব্যাহতভাবে "পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বিদেশী সংবাদদাতাদেরকে চীন থেকে খবর পরিবেশন বা সাক্ষাত্কার নেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট নিয়মবিধি" অনুযায়ী কাজ করবো। সাক্ষাত্কারের আওতা আরো বাড়ানো হবে। সাক্ষাত্কারের জন্য আরো সুবিধাজনক সেবার ব্যবস্থা করা হবে। এতে তথ্য পরিবেশন আরো সমৃদ্ধ হবে।"

    অধিবেশনের সচিবালয় থেকে জানা গেছে, সংবাদদাতারা ১৭তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের খবর পরিবেশন ছাড়াও সাক্ষাত্কার নিতে পারবেন। আবেদনের পর সংবাদদাতারা জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের সাক্ষাত্কার নিতে পারবেন। ৩৪টি প্রতিনিধি দলের ১৭তম জাতীয় কংগ্রেসের রিপোর্ট নিয়ে আলোচনা সময়ে সংবাদদাতারা নির্ধারিত সময়ে শুনতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। অধিবেশনের তথ্য কেন্দ্র চারটি সংবাদ সম্মেলন ও বহু বার দলগত সাক্ষাত্কার নেয়ার ব্যবস্থা রেখেছে।

    সংবাদদাতাদের সুবিধার জন্য অধিবেশনের তথ্য কেন্দ্র বিশেষ করে একটি ওয়েবসাইট খুলেছে। এই ওয়েবসাইটে অধিবেশনের ইশতেহার, কর্মসূচী, দলিলপত্র ও রিপোর্ট এবং সংবাদ সম্মেলনসহ নানা তথ্য থাকবে। সেখানে চীনা ও ইংরেজী ভাষায় দেশি-বিদেশী সংবাদদাতা ও দর্শকদের জন্য কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের ছবিসহ নানা তথ্য পাওয়া যাবে। অধিবেশনের প্রধান প্রধান দলিলের ইংরেজী, ফরাসী, স্প্যানিশ, জাপানী, রুশ, জার্মান ও আরবী এই সাতটি ভাষায় অনুবাদ থাকবে।

    লি তুং শেং আরো বলেন, ১৭তম জাতীয় কংগ্রেসের পর চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন ও কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃমন্ডলী ও কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির নতুন নেতৃমন্ডলী নির্বাচিত হবেন। প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনের পর কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যরা দেশি-বিদেশী সংবাদদাতাদের সঙ্গে দেখা করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)