ভারতীয় বিমান বাহিনীর সামরিক শক্তি বাড়ানোর জন্য ভারত সরকার রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান গবেষণার পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন এবং আরো ৪০টি সু-৩০ এম কে আই জঙ্গী বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ অক্টোবর ভারতের গণ মাধ্যম এ খবর জানায়।
ভারতের একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, রাশিয়া আশা করে, ভারত তার পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান গবেষণা প্রকল্পের নির্ভরযোগ্য অংশীদার হোক। দু'দেশ পাঁচ বছর সময় নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এ বছরের ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাশিয়া সফরের সময় এ বিষয় নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হবে।
রাশিয়া ২০১০ সালে রুশ বাহিনীর জন্য পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান দেয়ার পরিকল্পনা নিয়েছে। ভারত এই জঙ্গী বিমান গবেষণার আংশিক ব্যয় ও সম্পদ বহন করবে এবং ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে জঙ্গী বিমান উন্নততর করার কাজ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|